দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা হতে মাত্র ৩০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার ভাওয়ালে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে আরশিনগর হলিডে রিসোর্ট এন্ড পিকনিক স্পট অবস্থিত।
নগর জীবনের অবসরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই আরশিনগর হলিডে রিসোর্টে রয়েছে সবুজ উদ্যান, খেলার মাঠ, সুইমিং পুল, রেস্টুরেন্ট, রিসোর্ট, পিকনিক, ফিশিং, বোটিং, ক্যাম্প ফায়ার, ট্র্যাকিং, তাঁবু ও বারবিকিউয়ের ব্যবস্থাও।
আরশিনগর হলিডে রিসোর্ট এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেইসঙ্গে সূর্যাস্ত ও পূর্ণিমার চাঁদ আগত অতিথিদের আরও রোমাঞ্চিত করে। এই আরশিনগর রিসোর্টে কনসার্ট, ডিজে পার্টি ও সকল ধরনের কনফারেন্স আয়োজনের সুব্যবস্থাও রয়েছে। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর জন্য আরশিনগর হলিডে রিসোর্টের সুনাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
নিজস্ব বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে গাজীপুর ডিসি অফিসের ঠিক সামনে (রাজবাড়ী) যেতে হবে। ডিসি অফিসের সামনে থেকে সিএনজি করে শিমুলতলী রোড ধরে ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত আরশিনগর হলিডে রিসোর্টে যাওয়া যাবে।
যোগাযোগ: ঢাকা অফিস
৮১/১ গাউস নগর (২য় তলা) নিউ ইস্কাটন, রমনা ঢাকা,
ফোন: 01976-462661, 01976-462665, 01626-462661
রিসোর্ট অফিস: পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর।
ফোন: 01976-462661, 01976-462665, 01626-462661
ওয়েবসাইট ঢুকেও বিস্তারিত জানতে পারেন: www.arshinagarresort.com
রিসোর্টের ভাড়া এবং প্যাকেজের খরচ:
২ জনের রয়েল এক্সিকিউটিভ এসি রুমের ভাড়া ৫৫০০ টাকা,
৪ জনের সুপার ডিলাক্স এসি রুমের ভাড়া ৮০০০ টাকা,
৪ জনের ডিলাক্স এসি রুমের ভাড়া ৭০০০ টাকা,
১০ জনের সম্পূর্ণ এসি বাংলো ভাড়া নিতে খরচ হবে ১৬,৪০০ টাকা।
(প্রতি রুম বুকিংয়ের সঙ্গে কমপ্লিমেন্টরি সকালের নাস্তাও রয়েছে)
ডে লং প্যাকেজ:
দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স ও নন-এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য হলো ৩৫০০ টাকা।
দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স ও রয়েল এক্সিকিউটিভ এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য ৬,০০০ টাকা।
সকল অতিথিদের জন্য ১৬০০ টাকা মূল্যের রেগ্যুলার ডে লং প্যাকেজে রয়েছে প্রতি চারজনের জন্য একটি কক্ষ, প্রতিজনের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের স্ন্যাক্স।
(সকল ভাড়ার সঙ্গে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য)
তথ্যসূত্র: vromonguide.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।