দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সতর্ক করে দিয়েছে বলেছেন করোনা ভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালেই যেতে হবে জেলে।
সোমবার টিভিতে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেন, আপনাকেই বেছে নিতে হবে- হয় আপনাকে টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাবো।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে, ফিলিপাইনের প্রেসিডেন্ট এইদিন জনগণের উদ্দেশে বলেছেন, আপনাকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। হয় আপনাকে ভ্যাকসিন নিতে হবে, না হয় আমরা আপনাকে জেলে ঢুকাবো। যারা ভ্যাকসিন নিচ্ছেন না, তাদেরকে বোকা বলেও উল্লেখ করেছেন দুতের্তে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিপাইনে চলতি বছরের মার্চ মাস থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশটির রাজধানী ম্যানিলাসহ অন্যান্য ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে লোকজনের তেমন একটা উপস্থিতি নেই। ভ্যাকসিনের প্রতি দেশটির লোকজনের আগ্রহ কম লক্ষ করায় ক্ষেপে গিয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ফিলিপাইনে এই পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে কমপক্ষে ২৩ হাজার মানুষের মৃত্যু ঘটেছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ঘোষণা দিয়েছিলেন, দেশে কেও করোনার ভ্যাকসিন উদ্ভাবন করতে পারলে তাকে ২ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।