দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ দূর করার জন্য আমরা কতো কিইনা করি। তবে এবার রয়েছে খুব সহজ একটি কাজ আর তা হলো নারকেলের পানি দিয়ে দূর করুন ব্রণ!
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, গরমের সময় নারকেলের পানি দিয়ে দিনে অন্তত দুইবার মুখ ধোয়ার জন্য । এতে করে ত্বকের রোদে পোড়া দাগ, ব্রণ, বলিরেখা এবং ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে। এ ছাড়াও এটি ত্বকের ঘাম দূর করতে বেশ কার্যকর ভূমিকা রাখে, যা গরমের সময় অনেক বেশি হয়ে থাকে।
নারকেলের পানি ত্বকের জন্য যে কতোটা উপকারী, তার একটি তালিকা প্রকাশ করা হয় বোল্ডস্কাই ওয়াবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনিও পরামর্শগুলো একবার দেখে নিন।
ব্রণ দূর করতে
মুখে যাদের ব্রণ রয়েছে, তারা দিনে অন্তত ৩ বার নারকেলের পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই পানি ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করবে, এটি ব্রণ দূর করবে।
ত্বকের র্যাশ দূর করতে
সাধারণত গরমের সময় ত্বকে র্যাশের পরিমাণ আরও বেড়ে যায়, যা ত্বককে মূলত রুক্ষ করে ফেলে। এ ক্ষেত্রে নিয়মিত নারকেলের পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করতে হবে। আর নারকেলের পানিতে যে এসিড রয়েছে, তা দ্রুত র্যাশের সমস্যার সমাধান করে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
বলিরেখা দূর করতে
বলিরেখা দূর করতে হলে একটি বাটিতে ২ টেবিল চামচ নারকেলের পানির সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন। এটি ত্বকের বলিরেখা দূর করার পাশাপাশি ত্বককে আরও টানটান করে।
রোদে পোড়া দাগ দূর করতে
আমরা সবাই জানি গরমের সময় ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায়। এই সময় নারকেল পানির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের পোড়া ভাব দূর হয়ে উজ্জ্বল এবং মসৃণ হবে।
কালচে দাগ দূর করতে
কালচে দাগ দূর করতেও নারকেলের ব্যবহার করা যেতে পারে। নারকেলের পানি ত্বকের কালচে দাগ খুব সহজেই দূর করে। যাদের কোনো অ্যালার্জির সমস্যা নেই, তারা এই পানির মধ্যে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এতে করে কালচে দাগ দূর হয়ে ত্বক আরও উজ্জ্বল হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।