দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলেক্সান্দর কুডলে এবং ভিক্টোরিয়া পুস্তোভিতোভার দাম্পত্য জীবনে এতো বেশি পরিমাণে ঝগড়া হতো, যে এক পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে হাতকড়া দিয়ে নিজেদের বেঁধে রাখার চেষ্টা করেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ২০২১ সালের ভ্যালেন্টাইন ডে’তে হাতকড়ায় বেঁধে ফেলেন নিজেদেরকে৷ আশা করেছিলেন যে, এভাবে থাকলে হয়তো কেও কাওকে ছেড়ে থাকবেন না এবং প্রথমে কষ্ট হলেও পরে মজাই হবে তাদের।
বাজার-হাট করা থেকে খাওয়া, ঘুম, এমনকি বাথরুমেও দুজনে একসঙ্গেই যেতেন। এই হাতকড়ায় বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলেও ধরেছেন ইউক্রেনের এই দম্পতি।
টানা ১২৩দিন হাতকড়ায় বাঁধা থাকার পর ইউক্রেনের টিভি চ্যানেলের ক্যামেরার সামনে মুক্ত হন এই দম্পতি। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ইউক্রেনের রেকর্ড বুকের এক প্রতিনিধিও, যিনি জানান যে, এমন কাজ অন্য কোনো দম্পতি এর আগে কখনও করেনি।
হাতকড়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেলো এই দম্পতির সম্পর্কও। কুডলে এবং পুস্তোভিতোভার মতে, দীর্ঘদিন এভাবে সংযুক্ত থাকার কারণে দুজনেই একে অপরের বিষয়ে বেশ কিছু অপ্রিয় সত্যের মুখোমুখিও হয়েছেন, যা মোটেও ভোলার নয়।
প্রাথমিকভাবে হাতকড়ার এই প্রস্তাবটি পছন্দ হয়নি ভিক্টোরিয়ার। হাতকড়া খুলে যাবার পর সংবাদমাধ্যমকে তিনি বলেন যে, ‘‘আমার ধারণা এটি আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়ও হবে। শুধু আমরা কেনো, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দম্পতিরা বার্তা পাবে যাতে করে তারা আমাদের মতো ভুলটা না করে৷’’
এই দম্পতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলেক্সান্দর এবং ভিক্টোরিয়ার ১২৩দিনের সঙ্গী এই হাতকড়াটিকে নিলামে বিক্রি করবেন তারা। নিলাম থেকে পাওয়া অর্থ তারা দান করে দেবেন কোনো দাতব্য প্রতিষ্ঠানকে। তথ্যসূত্র : ডয়েচে ভেলে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।