দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ম্যাচে জয়ী হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ (সোমবার) পঞ্চম ম্যাচে অজিদের পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলার টাইগাররা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ম্যাচে জয়ী হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ (সোমবার) পঞ্চম ম্যাচে অজিদের পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলার টাইগাররা।
করোনা কারণে হাজারো শর্ত মেনে মাত্র ৭ দিনের মধ্যে অনুষ্ঠিত হলো ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। অজিদের শিডিউল এতোটাই আঁটসাট ছিলো যে, আজই রাত ১টায় তারা বাংলাদেশ ছাড়বে।
বাংলাদেশে খেলতে আসার আগে অস্ট্রলিয়া অনেকগুলো শর্ত দিয়েছিলো। সেইসব শর্ত পূরণ করেই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের হার হয়েছে শোচনীয়। ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমেই খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২২ রান।
অস্ট্রেলিয়া ১২৩ রান তাড়া করতে গিয়ে প্রথমেই হাপিয়ে ওঠে। একের পর এক ইউকেট পতনের কারণে তারা বেসামাল হয়ে পড়েন। শেষ পর্যন্ত তারা সবগুলো ইউকেট খুইয়ে সংগ্রহ করেছিলো মাত্র ৬২ রান।
এদিকে টি-টুয়েন্টিতে ১০০ উইকেট এবং হাজার রানে সাকিবই প্রথম হলেন। এই অনন্য এক রেকর্ডে নাম লেখালেন সাকিব আল হাসান। বিশ্বে এমন রেকর্ডের মালিক শুধুমাত্র সাকিব আল হাসান।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে জিতে নেওয়ায় রাস্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।