দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলি সেনারা ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় বহু সংখ্যক ফিলিস্তিনিকে আটক করেছে।
সম্প্রতি উচ্চ-নিরাপত্তাযুক্ত কারাগার হতে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনার পর এই গণ-গ্রেফতার চালাচ্ছে ইসরায়েল। বেশ কয়েকদিন ধরেই এই অভিযান চলছে।
সেপ্টেম্বরের শুরুতে ইসরায়েলি কারাগার থেকে উঁচু পর্যায়ের ৬ ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাবার পর থেকে এই পর্যন্ত প্রায় এক শ’ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পিএলও’র আলোচনা বিষয়ক বিভাগ এবং ফিলিস্তিনি বন্দিদের সংগঠন অ্যাডামির। সংগঠনটি জানিয়েছে, জেল পালানোর পর হতে প্রতিদিন গড়ে ১৪ জন ফিলিস্তিনিকে আটক করা হচ্ছে।
অ্যাডামির-এর মুখপাত্র মিলেনা জানিয়েছেন, ইসরায়েলের নিয়ন্ত্রণে যেসব ফিলিস্তিনি আটক হয়েছেন, এই সংখ্যা তাদের বাইরে। আজ রবিবার জেনিন শহরে সর্বশেষ দু’জনের আত্মসমর্পণের কারণে এখন জেল-পালানো ৬ ফিলিস্তিনিই ইসরায়েলের হাতে রয়েছেন।
জেনিন এলাকায় নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে গিয়ে ইসরায়েলি বাহিনী পালিয়ে যাওয়া লোকদের পরিবারের বিরুদ্ধেও প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। ইতিমধ্যেই সেখানে চরম উত্তেজনা বিরাজ করছিল। অবশ্য কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়াও রামাল্লা, হেবরন, নাবলুসে ও আশেপাশের গ্রামগুলোতেও ঘেরাও এবং গ্রেফতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
জানা যায়, এবার ইসরায়েলি সেনারা অনেক ফিলিস্তিনি শিশুকেও আটক করছে। রামাল্লার কাছে নিলিন শহরে গত সপ্তাহে মুস্তাফা নামে এক শিশুকে আটক করে তারা। শিশুটি তখন সেখানকার ইসরায়েলি বসতির দেওয়ালের কাছে গিয়েছিল।
মুস্তাফার বাবা খলিল আমিরা আলজাজিরাকে বলেছেন, মুস্তাফা ও তার কাজিন মুহাম্মাদকে (১৫) ইসরায়েলি সেনারা আটক করে এবং দশ সেনা মিলে তাদেরকে মারধরও করে। এছাড়াও খাবার ও পানি না দিয়ে সারারাত তাদেরকে আটকে রাখে। ছবিতে মোস্তফার চোখ ফোলা ও ক্ষতযুক্ত এবং তার মুখে কাটা দাগ দেখাচ্ছিল।
তথ্যসূত্র: আলজাজিরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।