দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ বিশ্বের ৫৪টি দেশ থেকে আয় করেছে ১১৯ মিলিয়ন ডলার। করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে সিনেমা হলগুলোর হারানো জৌলুস ফিরিয়েছে এই ছবিটি।
ইউনিভার্সাল পিকচার্সের তরফ হতে জানানো হয়েছে যে, মহামারী শুরু হওয়ার পর ‘নো টাইম টু ডাই’-ই হলো প্রথম ছবি যা চীন ছাড়া ১০০ মিলিয়ন ডলার আয় করতে সমর্থ হয়েছে।
বর্তমানে বিশ্বে সিনেমার সবচেয়ে বড় মার্কেটই হলো চীন। আগামী ২৯ অক্টোবর চীনে মুক্তি পাবে ‘নো টাইম টু ডাই’। তখন ২০০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি ছবির মূলধন উঠে আসার আশা রাখছেন নির্মাতারা। চীন ছাড়াও এ মাসে ফ্রান্স, রাশিয়া এবং উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘নো টাইম টু ডাই।’
ইউনিভার্সাল পিকচার্সের তরফ হতে জানানো হয়, যদিও ‘নো টাইম টু ডাই’ ছবিটি ২০১৫ সালের ‘স্পেক্টর’ এর তুলনায় ১৩ শতাংশ বেশি ব্যবসা করলেও ২০১২ সালের ‘স্কাইফল’-এর তুলনায় ২৬ শতাংশ কমই ব্যবসা করেছে।
‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো দেখা যাবে জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও আরও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, রামি মালেক, লাশানা লিঞ্চ, ররি কিনিয়ার, ডেভিড ড্যান্সেক প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।