দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল প্রতীক্ষিত অনন্ত জলীল ও বর্ষা অভিনীত ছবি ‘দিন দ্য ডে’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির ইতিমধ্যে টিজার ও ট্রেলার দেখেছেন দর্শক।
এবার ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন অনন্ত জলিল। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন এবং মুক্তির তারিখ ঘোষণা করেন অনন্ত জলিল।
এই সময় অনন্ত জলিল বলেন, দর্শকরা এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ২৪ ডিসেম্বর দিন দ্য ডে ছবিটি মুক্তি পাচ্ছে।
‘বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমার বাজেটের সমান বাজেট ‘দিন- দ্য ডে’ ছবির বাজেট!’-মাস কয়েক আগে সংবাদ সম্মেলন করে এমনটিই জানিয়েছিলেন এই ছবির প্রযোজক এবং অভিনেতা অনন্ত জলিল।
গত মার্চে মুক্তি পাওয়া এই ছবির ট্রেলারের বেশির ভাগ জুড়েই বোমা-মিসাইল বা ভারি অস্ত্রের ঝনঝনানি দেখা যায়। এমন সংঘাতের দৃশ্য হরহামেশায় হলিউড বা বলিউডের সিনেমায় দেখে থাকেন দর্শকরা। এই ছবির অ্যাকশন নিয়ে তাই বেশ কৌতূহলী ছিলো বাংলাদেশের সিনেমাপ্রেমীরা। তবে বহু দর্শক ট্রেলার দেখে বিরক্তিও প্রকাশ করেছেন। বিশেষ করে ভিএফএক্স এর যথেচ্ছা ব্যবহার নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে।
সাত বছরের বেশি সময় পর অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে হাজির হচ্ছেন। বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় করা হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে দাড়াচ্ছে ১২ মিলিয়ন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।