দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কঙ্গোয় শিশুদের এক অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কঙ্গোর দক্ষিণ পশ্চিম ভাগে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি হয়েছে বলে দাবি করেছে কঙ্গোর একটি সংবাদ মাধ্যম।
ওই সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে প্রায় ১৬৫ জন শিশুর। গত সপ্তাহে ওই সংবাদ মাধ্যমে এই অজানা রোগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এই মৃত্যুর মিছিল শুরু হয়েছে গত আগস্ট মাস হতে। ১ হতে ৫ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এই অজানা রোগটিতে।
দেশটির কুইলু প্রদেশের গুঙ্গু শহরে এই রোগের প্রথম আবির্ভাব ঘটে। সেখানকার আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন যে, যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। ম্যালেরিয়ার পরীক্ষা করলে ইতিবাচক কিছু ফলাফলও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অনেক আক্রান্ত শিশুর পরীক্ষা করেও এই রোগ বা রোগের সঠিক কোনো কারণ শনাক্ত করা যায়নি।
দেশটির মুকেদি গ্রামীণ কমিউনিটির প্রধান আলানি জাম্বা সংবাদপত্রকে জানিয়েছেন যে, মুনেনে ও কিংজাম্বায় এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রায় চারজন করে শিশুর মৃত্যু ঘটছে। রোগের সঠিক কারণ এখনও শনাক্ত হয়নি। খুব শীঘ্রই এই রোগের বিষয়ে গবেষণা শুরু হবে বলে কুইলু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। এখন পর্যন্ত এই রোগের কোনো রকম প্রতিরোধব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি বলে জানানো হয় সংবাদ মাধ্যমের খবরে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।