দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পর্যটকরা গিয়েও কখনও বাঘের দেখা পান না। তবে এবার ভারতের সুন্দরবনে পর্যটকরা বাঘের দেখা পেয়েছেন। এমন একটি ভিডিও অনলাইন মাধ্যমে ভাইরাল হয়েছে।
দেখা যাচ্ছে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছে একটি বাঘ। মাঝে মাঝে আশপাশে তাকিয়ে দেখছে। গত পরশু (বৃহস্পতিবার) কালীপূজার সকালে এমন একটি দৃশ্য দেখা গেছে ভারতের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে।
এভাবে সরাসরি বাঘ দেখতে পেয়ে দেশটির সুন্দরবন বেড়াতে যাওয়া পর্যটকরা ছিলেন উচ্ছ্বসিত। তবে জনবসতির এতো কাছাকাছি বাঘ চলে আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
বসিরহাট ফরেস্ট বিভাগের অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা পঞ্চায়েতে ঝিঙ্গাখালি বিটের শকুনখালির জঙ্গলে বৃহস্পতিবার সকালের এই দৃশ্য দেখা যায় বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়।
কুঁকড়েখালি নদীতে ভ্রমণ করার সময় পর্যটকরা দেখতে পান যে- নদীর অপর পাড়ে একটি বাঘ বসে রয়েছে। রয়েল বেঙ্গল টাইগারকে এতো কাছে পেয়ে ছবি তোলার ধুম পড়ে যায় আগত পর্যটকদের মধ্যে। বাঘটিকে নদীর পাড়ে অনেকক্ষণ ধরে বিশ্রাম নিতে দেখা গেছে।
নদীর পাড়ে কাদার ওপর দিয়ে কিছুটা হাঁটতেও দেখা যায় বাঘটিকে। তারপর ধীরে ধীরে জঙ্গলে মিলিয়ে যায় দক্ষিণরায় এলাকাতে।
পর্যটকদের মতে, বাঘটি ৭ থেকে ৮ ফুট লম্বা ছিলো। সুন্দরবন বেড়াতে এসে এতো কাছ থেকে বাঘ দেখতে পেয়ে ভীষণ খুশি পর্যটকরা।
এদিকে পর্যটকরা ভীষণ খুশি হলেও আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে। বাঘ বের হওয়ার খবর চাউর হয়েছে ভারতের কালীতলা পঞ্চায়েতের শকুনখালির জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে। গ্রামবাসীরা বিপদ দেখছেন সে কারণে।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।