দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের সর্বকালের সেরা নারী ক্রিকেটার মিতালি রাজের জীবন কাহিনী নিয়ে সৃজিত মুখার্জী নির্মাণ করেছেন হিন্দি সিনেমা ‘সাবাশ মিঠু’। এবার এই নির্মাতার আগ্রহ বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা নির্মাণের!
বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালীন বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে সৃজিত জানিয়েছেন তার ইচ্ছার কথা। এদিন প্রেসবক্সে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গল্প-আড্ডা দেন সৃজিত, তার সঙ্গেই ছিলেন স্ত্রী মিথিলাও।
সাকিবকে নিয়ে কোনো ছবির বিষয়ে কথা চূড়ান্ত না হলেও নিজের ভাবনার কথা সৃজিত শেয়ার করেছেন অকপটে। বলেছেন, ‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই রয়েছে। সাকিবকে নিয়ে এখনও কোনো সিনেমা হয়নি কেনো, সেটিই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতোদিনে তো হুড়োহুড়ি লেগে যাওয়ার কথা, কে বানাবে। যদি বানানো হয়, তাহলে অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’
কেনো সৃজিত সাকিবকে নিয়ে আগ্রহী হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে সৃজিত বলেছেন, ‘ক্রিকেট হলো টিম গেইম, সেখানে টিম হিসেবে বাংলাদেশ এতোটা স্ট্রং ছিলো না। সেই জায়গা থেকে সাকিব অলমোস্ট একাই একটা টিমকে এগিয়ে নিয়ে গেলেন। দাঁতে দাঁত চেপে একা একজন লড়াই করে যাচ্ছেন, সাকিবের এই জিনিসটা আমাকে খুব এট্রাক্ট করেছে। ইনফেক্ট সাকিব শুধু একা নন, তামিম, মাশরাফি- এরকম চার পাঁচজন মিলে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে একটা অবস্থান এনে দিয়েছেন, আসলে এটাওতো একটা দারুণ গল্প।’
কথা প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, সাকিবের পাশাপাশি বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং মাশরাফির জীবনী নিয়েও পড়াশোনা করছেন তিনি।
বিশেষ করে রকিবুল হাসানের মুক্তিযুদ্ধ শুরুর ঠিক পূর্বে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে রকিবুলের ব্যাটিং করতে নামার ইতিহাসটাও খুব টানে সৃজিতকে। সেটি নিয়েও ছবি বানানোর ইচ্ছা রয়েছে তার। তিনি জানিয়েছেন, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সে সময়ের পাকিস্তান দল ও মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সে ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা হয় সিনেমা বানানোর। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।