দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাবুলে মার্কিন ড্রোন হামলায় বিধ্বস্ত হয় গাড়ি। হামলায় ত্রাণ সংস্থার এক কর্মী ও ৭ শিশুসহ তার পরিবারের আরেও ৯ সদস্য নিহত হয়। এই ড্রোন হামলায় মার্কিন সেনাদের কোনো ‘শাস্তি’ হবে না।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাককেনজি পরে এই হামলাকে ‘মর্মান্তিক ভুল’ বলে অ্যাখ্যা দেন।
চলতি বছরের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ ১০ বেসামরিক নিহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য কিংবা কর্মকর্তাকে জবাবদিহি করা হবে না বলে জানিয়ে দিয়েছে পেন্টাগন।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় দেশটি থেকে তার সেনা ও সহযোগীদের সরিয়ে নিচ্ছিল, এর মধ্যে ওই ড্রোন হামলাটি চালানো হয়। হামলায় ত্রাণ সংস্থার এক কর্মী ও ৭ শিশুসহ তার পরিবারের আরেও ৯ সদস্য নিহত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাককেনজি পরে ওই হামলাকে ‘মর্মান্তিক ভুল’ বলে অ্যাখ্যা দেন।
গত মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এক অভ্যন্তরীণ পর্যালোচনায় বলা হয়েছে, কোনো আইন ভঙ্গ না হওয়ায় ও কোনো অসদাচরণ কিংবা অবহেলার প্রমাণ না পাওয়ায় ড্রোন হামলায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কোনো দরকার নেই। সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই পর্যালোচনা প্রতিবেদনটি অনুমোদন করেন বলে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে।
এদিন পেন্টাগনের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের জানিয়েছেন, ড্রোন হামলার ওই ঘটনা নিয়ে পর্যালোচনায় ঊর্ধ্বতন কমান্ডাররা প্রতিরক্ষামন্ত্রীকে যে একাধিক সুপারিশ করেছেন তারমধ্যে ঘটনার জন্য শাস্তি বা সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার কথা নেই।
উল্লেখ্য, আগস্টে ওই ড্রোন হামলার কয়েক দিন পূর্বেই কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮৩ জন নিহত হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।