দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে শিগগিরই নতুন করে আল্টিমেটাম দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ সরকারের ব্যর্থতা ও বিএনপির পক্ষে জনমত গঠন করতে সারাদেশের সাতটি বিভাগে পর্যায়ক্রমে সমাবেশ করবে ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এসব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশ থেকে তিনি সরকারকে তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার আল্টিমেটাম দেবেন। সংসদে বিল পাস করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনপ্রবর্তন করার দাবি জানাবে ১৮ দল। বোরবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিল পাস করতে এ আল্টিমেটাম দেবে ১৮ দল। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে না আনলে কঠিন কর্মসূচির ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সমাবেশ প্রসঙ্গে বৈঠক সূত্রে জানা যায়, আগামী কোরবানি ঈদের আগে ৭ বিভাগের ৫ বিভাগে সমাবেশ করবে ১৮ দলীয় জোট। এ বিভাগগুলো হলো, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর। অন্যদিকে কোরবানির ঈদের পর ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ করবেন তারা।
এদিকে, চলতি মাসে তত্ত্বাবধায়কের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দিলে হরতাল দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আল্টিমেটাম দিতে দিতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। ইতোপূর্বে ৪৮ ঘণ্টা আল্টিমেটামসহ বিভিন্ন সময় সরকার পতনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি পালনের হুমকি দেয়।
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হওয়া রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহীম, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
উল্লেখ্য, গত মে মাসে সরকারের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়েও দাবি আদায়ে ব্যর্থ হয় ১৮ দলীয় জোট। সর্বশেষ রোববারের বৈঠক থেকে তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনতে আবারো সরকারকে আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।