দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত কোম্পানি মটোরোলা ফ্ল্যাগশিপ তৈরিতে ইতিমধ্যে কাজ করছে। এবার মটোরোলা নিয়ে আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এখনও রহস্যময় হয়ে থাকা মটোরোলার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে নতুন তথ্য এবার ফাঁস হয়েছে। ফ্রন্টিয়ার কোডনেমের এই ফ্ল্যাগশিপ তৈরিতে ইতিমধ্যেই কাজ করছে মটোরোলা।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, তাদের নতুন ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১৪৪ হার্জের ও এলইডি ডিসপ্লে, যা এজ এক্স৩০ ফোনেও বিদ্যমান রয়েছে। এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ চিপসেট, তবে ঠিক বর্তমানে কোয়ালকমের শীর্ষে থাকা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট নয় এটি। বরং টিসিএমসির ৪ ন্যানোমিটার প্রসেসের চিপসেটের মতোই।
ফ্রন্টিয়ারে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ বা ১২ জিবি র্যাাম এবং ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের যে কোনো একটির সংস্করণ।
জানা গেছে, এই এই নতুন স্মার্টফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে থাকবে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল এস৫কেএইচপি১ সেন্সর। সেই সঙ্গে থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড স্ন্যাপার ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাও। সেলফি তোলার জন্য আরও থাকতে পারে ৬০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬০এ সেন্সর। সর্বশেষ আরেকটি চমক থাকবে ফ্রন্টিয়ারে। এতে আরও থাকবে ১২৫ ওয়াটের টাইপ-সি চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।