দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ওই কিশোরের বয়স ১৭ বছর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা নিউজ এজেন্সি গতকাল (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ওই কিশোর।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রবিবার রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছে যায় ইসরাইলি সেনারা। গত বছর এক ইসরাইলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মদ জারাদাত নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরাইলি সেনারা ওই গ্রামে আসে। ওই সময় আবু সালাহকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়। এদিকে ইসরাইয়েলি বাহিনী বলছে যে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরকও ছুড়েছে। তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে সেনারাও। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্যই দেয়নি ইসইয়ারেলি বাহিনী।
উল্লেখ্য, মাঝে-মধ্যেই গাজা উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েলী সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু ঘটে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।