দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো দুনিয়ার রাজ্যের সব সেবার ভাণ্ডার রয়েছে গুগলে। যার মধ্যে অন্যতম হলো গুগল ম্যাপ। তবে এবার সুখবর হলো ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করা যায় এই গুগল ম্যাপ।
অনেকের মনেই হয়তো একটু খটকা লাগলে পারে। সে জন্য গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানাটি সেভ করে রাখতে হবে। এরপরই আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াও ঠিকানা খুঁজে বের করতে পারবেন।
পূর্ব থেকেই সেভ করে রাখা ম্যাপ থেকেই এই ‘নেভিগেশন’ সুবিধা পাবেন গুগল ব্যবহারকারীরা। পাওয়া যাবে সেখানকার ডিরেকশন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন এর ইউজাররা।
কিন্তু গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা কিংবা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার কোনো সন্ধান সেখানে দেখাবে না। তবে এইটুকুই বা কম কিসের!
তাহলে আজ জেনে নিন কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করা যাবে:
# প্রথমেই ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা প্রোফাইল আইকনে আপনাকে ট্যাপ করতে হবে।
# তারপর অফলাইন ম্যাপটিতে ট্যাপ করুন।
# এখন ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ আপনি ডাউনলোড করতে চান, সেটি তখন সিলেক্ট করুন।
# এরপর আপনি ডাউনলোড অপশনে ট্যাপ করুন।
তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করবেন, তা আপনাকে আপনার এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।
তবে এই অফলাইন ম্যাপ অবশ্য ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপনাকে আপডেট করে নিতে হবে। এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে তাহলে।
তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট কিভাবে করা যায়। সেই কৌশলটিও জেনে নিন:
# যথারীতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে।
# তারপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন এবং এরপর অফলাইন ম্যাপে ক্লিক করুন।
# এখন এই তালিকা হতে এক্সপায়ার্ড কিংবা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।
# এখন আপডেট অপশনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।