দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা নাট্যজগতের এক কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনি দীর্ঘদিন বড় পর্দার বাইরেই ছিলেন। আবারও তাঁকে দেখা যাবে বড় পর্দায়।
একুশে পদক ও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত এই অভিনয় ক্যারিয়ারে দীর্ঘ পথ অতিক্রম করেছেন। নতুন খবর হলো- দীর্ঘদিন পর আবারও সিনেমায় অভিনয় করেছেন মঞ্চ এবং টেলিভিশনের এক সময়ের এই দাপুটে অভিনেত্রী।
জানা গেছে, বিপ্লব সরকারের কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘আগন্তুক’। সেই সিনেমাতেই তাকে বৃদ্ধা মায়ের ভূমিকায় দেখা যাবে।
এ সম্পর্কে ফেরদৌসী মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, “আগন্তুক চলচ্চিত্রের গল্পটি সত্যিই অসাধারণ। একটি পরিবারের চার সদস্য নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে। ওই পরিবারের বৃদ্ধা মায়ের ভূমিকায় আমাকে দেখা যাবে। চরিত্রটিতে খুব একটা বেশি সংলাপ নেই। বেশিরভাগ সময়ই চুপ থাকতে হয়েছে। সংলাপ ছিল প্রলাপের মতোই। যেজন্য কাজটিতে অনেক চ্যালেঞ্জ ছিল। খুব উৎসাহ নিয়েই এই সিনেমায় অভিনয় করেছি। নির্মাতা আমাকে একেবারেই অন্যরকমভাবে উপস্থাপন করেছেন, যা দর্শকদেরও ভালো লাগবে।”
অভিনয়ের বাইরে খণ্ডকালীন শিক্ষকতা এবং লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফেরদৌসী মজুমদার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।