The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

পৃথিবীতে প্রাণ এসেছে মঙ্গলগ্রহ থেকে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে প্রাণের অস্ত্তিত্ব কিভাবে ঘটেছে সে গবেষণার যেনো শেষ নেই। বিজ্ঞানীরা এবার বলেছেন, পৃথিবীতে প্রাণ এসেছে মঙ্গলগ্রহ থেকে।

mars-0

অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, পৃথিবীতে প্রাণের যে স্পন্দন, তার উৎপত্তি এ পৃথিবীতে নয়। বরং শতকোটি বছর আগে মহাশূন্যে ভেসে বেড়ানো পাথরে চড়ে এখানে প্রাণের আগমন ঘটেছিল মঙ্গলগ্রহ থেকে- ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত এক বিজ্ঞানসভায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।

নতুন এক গবেষণার ফলের ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করেন, পৃথিবী সৃষ্টির শুরুর দিকে এর আবহাওয়া প্রাণের উৎপত্তির জন্য অনুকূল ছিল না। কিন্তু সে সময় মঙ্গল গ্রহের আবহাওয়া এর উপযোগী ছিল। তাই মঙ্গল থেকে পৃথিবীতে প্রাণের আগমন সম্পর্কিত এ তত্ত্ব দাঁড় করিয়েছেন তাঁরা। এর আগেও মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে প্রাণের আগমনতত্ত্ব হাজির করেছেন অনেকে। ফ্লোরেন্সের বিজ্ঞানসভায় নতুন করে এ তত্ত্বের উপস্থাপন এ-সংক্রান্ত বিতর্ক আরো উসকে দিল বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, প্রাণ সৃষ্টির জন্য অতি প্রয়োজনীয় রাইবোনিউক্লিয়িক এসিড (আরএনএন), ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক এসিড (ডিএনএ) ও প্রোটিন- এ তিন ধরনের অণুর সমন্বয় সর্বপ্রথম কী করে ঘটেছিল, সেটা সব সময়ই বিজ্ঞানীদের কাছে বিস্ময়। তাঁরা জানান, এ তিনের সমন্বয়ের জন্য আদিকালে দরকার ছিল বোরন ও মলিবডেনাম নামক দুটি খনিজ পদার্থের উপস্থিতি। অথচ তৎকালীন পৃথিবীতে বোরন যথেষ্ট পরিমাণে ছিল না। আর এখানকার মলিবডেনামের রাসায়নিক গঠন প্রাণ সৃষ্টির জন্য উপযুক্ত ছিল না। এসবের পেছনের কারণ হচ্ছে, তখনকার পৃথিবীর বায়ুমণ্ডলে যথেষ্ট পরিমাণ অক্সিজেনের জোগান ছিল না। অন্যদিকে মঙ্গলগ্রহের আবহাওয়া তখন পৃথিবীর চেয়ে বেশি শুষ্ক ছিল। সেখানকার বায়ুমণ্ডলে অক্সিজেনও ছিল বেশি। মঙ্গলগ্রহের এ অধিকতর উপযোগী পরিবেশে বোরন আর মলিবডেনাম ছিল যথেষ্ট পরিমাণে। বিভিন্ন উপাত্তের ভিত্তিতে তিন কোটি বছর আগে এ দুই গ্রহের পরিবেশগত পার্থক্য নির্ণয়ের পর বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস, পৃথিবীতে নয়, মঙ্গলগ্রহেই ঘটেছিল প্রাণের বিকাশ। তবে অনেকেই বলছেন, বিজ্ঞানীদের এমন গবেষণা ইতিপূর্বের প্রাণের অস্তিত্ব নিয়ে যত আলোচনা-সমালোচনা হয়েছে সেটিকেই বরং আরও উসকে দিবে। সূত্র : বিবিসি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali