দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। তিনি স্নাতক সম্মানে ভর্তি হলেন।
সংবাদ মাধ্যমকে দীঘি জানান, তিনি বুধবার রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ের উপর ভর্তি হয়েছেন।
তিনি ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে অনেক বেশি জানতে চান, সে কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছেন দীঘি। তিনি বলেন, এই বিষয়ে যতো বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি আরও উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার বিষয়। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তাও করতে পারবো।
দীঘি মনে করেন যে, মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়েই আমি পড়তে আগ্রহী। সে কারণেই তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমনই আমার খুশিতেই খুশি হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। তার আগে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় স্ট্যামফোর্ড স্কুল থেকে পান জিপিএ ৩.৬১।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।