দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। তার নতুন সিনেমাটির নাম ‘আহারে জীবন’।
ছটকু আহমেদের পরিচালনায় সিনেমাটিতে এই নায়িকা চুক্তিবন্ধ হন গত ৭ সেপ্টেম্বর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির সহযোগী পরিচালক তাজু কামরুল।
সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় পূর্ণিামার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, সুব্রত, শাহনূরসহ অনেকেই।
করোনাকালীন সময়ের একটি গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, গত ২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার নতুন বর আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে চলেছেন এই নায়িকা।
সর্বশেষ তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।