দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ব্রিটিশ নাগরিক টম ল্যাককি নামে ৯৩ বছরের এক ডানপিটে বৃদ্ধ আইরিশ সাগরের উপরে উড়ন্ত এক বিমানের ডানাতে হেটে বিশ্ব রেকর্ড গড়েছেন।
২০০৫ সালে ৮৫ বছর বয়সে লেককি উড়ন্ত বিমানের ডানায় হেঁটে এবং দাঁড়িয়ে থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নিজের নাম লেখান। আর এবার ২০১৩ সালে, লেককি ১ ঘন্টা ২১ মিনিট উড়ন্ত বিমানের ডানায় হেঁটে এবং দাঁড়িয়ে থেকে নিজের গড়া আগের রেকর্ড নিজেই ভাঙলেন।
নিজের এমন কর্মের বিষয়ে জানতে চাইলে টম ল্যাককি বলেন, “আমি সুস্থভাবে নিচে নেমে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তবে বিমানের ডানায় অবস্থানকালে আমি রিফ্রেশ একটা অনুভূতি পেয়েছি যেটা অসাধারণ।” তিনি আরও বলেন, “এটি ছিল অসাধারণ একটি বিমান ভ্রমণ, তবে বিমানের ইঞ্জিন এবং বাতাসের শব্দ অনেক আকর্ষণী ছিল। আমি উপর থেকে সাগরের অনেক জাহাজ এবং এর নাবিকদের দেখেছি। এছাড়াও অনেক গাড়িও দেখেছি যা ক্ষুদ্র খেলনার মত লাগছিল ঐ অবস্থান থেকে।”
নিজের গড়া নতুন রেকর্ড বিষয়ে টম ল্যাককি বলেন, “প্রথমদিকে এটি অবশ্যই ভয়ের ছিল, তবে এখন তা নেই কারণ আমি আমার নিজের রেকর্ড ভেঙ্গেছি। আমি দীর্ঘ সময় ধরে বিমানের ডানায় অবস্থান করছিলাম এবং পাইলট অবশ্য যেকোনো সময় আমাকে নিচে নামিয়ে আনতে প্রস্তুত ছিলেন; তবে ঈশ্বরকে ধন্যবাদ তার প্রয়োজন হয়নি।”
সূত্রঃ মেট্রো