দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ১১৪ বছরের এই বৃদ্ধা জন্মনেন মেক্সিকোতে, তিনি অ্যামেরিকার ক্যালিফোর্নিয়া শহরে বসবাস করতেন। মৃত্যুর ১৭ দিন আগেই তিনি তাঁর ১১৪ তম জন্মদিন পালন করেন।
১১৪ বছর বয়স্ক এই বৃদ্ধার নাম সলেডেড মেক্সিয়া। তিনি গত শুক্রবার সিলভারাডো বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলাস বিশ্ব বিদ্যালয়ের ডাক্তার স্টিফেন কোলে।
সলেডেড মেক্সিয়া মেক্সিকোতে জন্ম গ্রহণ করলেও তিনি অ্যামেরিকার ক্যালিফোর্নিয়াতে স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি তাঁর খুব অল্প বয়সেই অ্যামেরিকা স্থায়ীভাবে বসবাস করতে চলে আসেন নিজের পরিবারের সাথে এবং অ্যামেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
সলেডেড মেক্সিয়ার নাতনি রোজালিয়া ফেরেইরা বলেন, “সলেডেড মেক্সিয়া ঘুমাতে বেশী ভালবাসতেন। তিনি রাতের ৯টা থেকে ১০টার মাঝেই ঘুমাতে যেতেন এবং পরদিন ১২টা অথবা ১টার আগে ঘুম থেকে উঠতেননা।“
রোজালিয়া আরও বলেন, মেক্সিয়া যখন যুবতী এবং সচল ছিলেন তখনও তিনি ঘুমাতে ভালবাসতেন। তিনি তাঁর বৈবাহিক জীবনে হাউজ ওয়াইফ ছিলেন এবং বাইরে কাজ করতে কখনো যাননি।
খাওয়া দাওয়ার ক্ষেত্রে সলেডেড মেক্সিয়া তেমন কোন বিশেষ খাবার কিংবা ডাইট অনুসরণ করতেন না। তবে তিনি কখনোই জাঙ্ক ফুড খেতেন না হয়তো এই কারণেই তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন।
সূত্রঃ হাফিংটন পোস্ট।