দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাশকে পরিপাটি সাজিয়ে তুলতে ‘ফেশিয়াল’ হোক কিংবা চুলে ‘কলপ’ করে দেওয়ায় হোক, দক্ষ হাতে রূপচর্চার এক আজব কাজ করেন তারা!
এমন কথা শুনে বিস্মিত হওয়ায় স্বাভাবিক। তবে ঘটনাটি সত্যি, লন্ডনের বাসিন্দা মিশেল স্লিন এবং তার কন্যা জোডি পেশায় ‘শেষকৃত্য পরিচালক’। তারা দুজনেই কেবল শেষযাত্রাই নয়, সাজিয়ে তোলেন মৃত ব্যক্তিকে!
সম্প্রতি এই পেশার এক দশক পূরণ করলেন মা-মেয়ে। ৫৬ বছর বয়সী মিশেল দীর্ঘদিন ধরেই শেষকৃত্য আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কন্যা জোডি অবশ্য শুরুতেই এই পেশায় আসার কথা ভাবেননি কখনও। তবে তার বাবা লিওনার্ড মারা যাওয়ার পর সিদ্ধান্ত নেন মায়ের পেশাতে যুক্ত হবেন তিনি।
জোডি জানিয়েছেন যে, তিনি তার আগে বহু মানুষের শেষকৃত্যেও গিয়েছেন। তবে নিজের এতো কাছের একজন মানুষের মৃত্যু এই প্রথম। সেদিন যারা তার বাবার মৃতদেহ সামলাচ্ছিলেন, তাদের কাজ মোটেও পছন্দ হয়নি তার। শেষযাত্রায় বাবাকে অগোছালো দেখে ভেঙে পড়েন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন, মায়ের সঙ্গে কাজে করবেন তিনি। তারপর ২০১২ সালে তিনি একই পেশা বেছে নেন।
মিশেল এবং জোডি মনে করেন, জীবন কখন ফুরিয়ে যাবে, তা বলতে পারেন না কেওই। তাই শেষযাত্রায় অযত্ন কারও প্রাপ্য নয়। অনেক সময়ই বাড়ির লোক চান মৃত্যুর পরও যেনো বিকৃত না হয় প্রিয়জনের মুখ। তাই মুখ এবং চুলসজ্জার ব্যবস্থাও রাখেন তারা।
এক দশক স্মৃতিচারণ করে মা-মেয়ে জানিয়েছেন, একবার এক তরুণীর শেষকৃত্যে যান তারা। একবার আবার গিয়েছিলেন দুই যমজ শিশুর শেষকৃত্যেও। দুইক্ষেত্রেই মৃতের পরিজনেরা এতোই সন্তপ্ত ছিলেন যে, কী করণীয় তারা বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত মা-মেয়ে মিলেই শেষবারের মতো সাজিয়ে তোলেন মৃত দেহগুলোকে। মৃত্যু নিয়ে কাজ করতে করতে অবসাদ আসে কিনা এমন এক প্রশ্নের জবাবে মা-মেয়ে বলেছেন, অবসাদ নয় বরং এই কাজই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনের মর্ম।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।