দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উইংয়ের এয়ার শোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমান বিধ্বস্ত হয়েছে।
মাঝ আকাশে সংঘর্ষ হওয়ায় বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায় বিমান দুটিতে। নিউইয়র্ক টাইমস ও ইউএসএ টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, সংঘর্ষের পর একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস ও একটি বেল পি-৬৩ কিংকোবরা বিমান বিধ্বস্ত হয়। বিমান দুটিতে কতোজন মানুষ ছিল, সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ডালাসের মেয়র এরিক জনসন সংবাদ মাধ্যমকে বলেছেন, এয়ার শো চলাকালীন আমাদের শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও সকল তথ্য জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট এবং দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।
মার্কিন আর্মি এয়ার ফোর্সেস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পল মার্টিন জানিয়েছেন, ফ্লাইং ফোর্ট্রেস হলো একটি বোমারু বিমান, যে বিমান ১০-১১ জন ক্রু বহন করতে পারে। এছাড়াও কিং কোবরা একটি সিঙ্গেল পাইলট যুদ্ধবিমানও।
তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের বেশিরভাগ বিমানই আর সচল নেই। মানবিক ও ঐতিহাসিক, উভয় দিক থেকেই এটি আমার জন্য হৃদয়বিদারক একটি ঘটনা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।