দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ক্রেতারা সিঙ্গার আউটলেট থেকে স্যামসাং টিভি কেনার সুযোগ পাবেন।
বিষয়টি নিয়ে ১৭ নভেম্বর ঢাকার শেওড়াপাড়ার সিঙ্গার মেগা স্টোরে সিঙ্গার স্যামসাং পার্টনারশীপ সেলিব্রেশন নাম একটি ইভেন্টও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এর কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, প্রতিষ্ঠানটির কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুতফর। অপরদিকে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ, বিপণন বিভাগের পরিচালক চন্দনা সামারাসিংহে ও সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। সেইসঙ্গে, অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরাও মূল্যবান বক্তব্য প্রদান করেন।
বিষয়টি নিয়ে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, “বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে, স্যামসাং সবসময়ই এর ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি আমাদের পণ্য ও সেবার ওপর নির্ভরশীল গ্রাহকদের মানসম্পন্ন সেবাদানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। আমরা আশাবাদী, এই অংশীদারিত্বের কারণে আমাদের সম্মানিত ক্রেতারা আরও সহজে স্যামসাং পণ্য কিনতে পারবেন।
বিষয়টি নিয়ে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ বলেন, “সিঙ্গারের সাথে এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা সারা দেশে আমাদের সিঙ্গার স্টোরগুলিতে স্যামসাং টেলিভিশন পাবেন সিঙ্গার-এর অনন্য ইন-হাউস হায়ার ক্রয় সুবিধা সহ।”
স্যামসাং টিভিগুলো এর উদ্ভাবনী মডেল ও আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে এই খাতে নেতৃত্ব দিচ্ছে। সিঙ্গারকে একটি নতুন অংশীদার হিসেবে স্যামসাং প্রতিটি কাস্টমার সেগমেন্টে সেরা মানের টিভি উন্মোচনের মাধ্যমে এর ব্যবসায়িক কার্যক্রমকে আরও প্রসারিত করেছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।