দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক বছরেরও বেশি সময় ধরেই সম্পর্কের মধ্যে রয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা জুটি জেনডায়া এবং টম হল্যান্ড। এবার জানা গেলো, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস উইকলিকে তাদের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেনডায়া এবং টম নিজেদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। ভবিষ্যতেও তারা একে অন্যের সঙ্গেই থাকতে চান। সে জন্যই শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন এই তারকা জুটি। যদিও দুই তারকার কেওই বিয়ে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণাই দেননি।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হয় জুটি জেনডায়া এবং টম হল্যান্ডের। যেখানে ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয় করেন টম হল্যান্ড। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন জেনডায়া। তখন দু’জনের কারোরই তেমন কোনো নামডাক ছিল না। ‘স্পাইডারম্যান’ মুক্তির পর রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান এই জুটি।
তারপর গত বছরের শুরুর দিকে টম হল্যান্ড এবং জেনডায়ার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিছুদিন পর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দিও হন এই দুই তারকা।
তারপর নভেম্বর মাসে টম নিজেই জেনডায়ার সঙ্গে প্রেমের কথা স্বীকারও করেন। টম এবং জেনডায়া জুটি হয়ে পর পর ৩টি ‘স্পাইডার-ম্যান’ সিনেমা অভিনয় করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।