দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন রাজ এবং বুবলী। সরকারি অনুদানে নির্মিতব্য ‘দেওয়ালের দেশ’ নামে সিনেমায় দেখা যাবে এই জুটিকে। ইতিমধ্যে তাদের নতুন লুকে দেখা গেছে।
‘দেওয়ালের দেশ’ চলচ্চিত্রটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হয়ে দর্শক মাতান রাজ। নতুন এই সিনেমায়ও নতুন এক রাজকে দেখা যাবে। গোপনে ‘দেওয়ালের দেশ’-এর শুটিং হলেও নতুন লুক আড়াল করতে পারেননি রাজ-বুবলী জুটি। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লুক ফাঁস হয়ে গেছে।
প্রকাশ হওয়া দুটি স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে যে, কোঁকড়ানো চুলে নিজেকে তুলে ধরেছেন রাজ। সঙ্গে আবছা গোঁফে অনেকটা সাদামাটাও তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে রয়েছেন বুবলী। রাজও নায়িকার দিকে অপলক তাকিয়ে রয়েছেন।
আরেকটি ছবিতে দেখা যায়, হুইল চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে রয়েছেন বুবলী। পাশে বসে রয়েছেন রাজ। অবশ্য সেখানে তার গোঁফ বেশ বড় বড়।
জানা যায়, ৫ ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্পটে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু করা হয়েছে। পূর্বেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনও জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন শফিকুল রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজ তার বিপরীতে অভিনয় করছেন।
রাজের সঙ্গে জুটি হয়ে কাজ করার বিষয়ে বুবলী বলেছেন, রাজের সঙ্গে এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী একজন অভিনেতা। প্রতিটি দৃশ্যই নিখুঁতভাবে করতে চান। সিনেমার গল্পটা আমার কাছে এতো ভালো লেগেছিলো যে, সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়েই ভেবেছি আমি।
এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে রাজ বলেছেন, সিনেমাটির বেশ কিছু অংশই রাতের। আমরা সারারাত ধরে শুটিং করেছি। যে কারণে সারাদিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা তুলে ধরবে। ৭ বছর আগে এবং পরের গল্প নিয়েই এগিয়ে চলেছে চরিত্রগুলো।
চিত্রনায়িকা বুবলী শাকিব খানের পর সাইমন, নিরব, ইমন, রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গেও জুটি বেঁধে কাজ করছেন। যে কারণে রাজের সঙ্গে জুটি করে এই প্রথমবার কাজ করছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।