দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটক ‘আমি মায়ের কাছে যাব’র জন্য ট্রাব অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা নাট্যকারের পুরস্কার জিতলেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান ও অভিনেত্রী তারিন জাহান।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজন করে ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। নাটকে শেখ রাসেল চরিত্রের শিশুশিল্পী দিহানও এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, বাচসাস সভাপতি রাজু আলীম, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাব সাধারণ সম্পাদক অঞ্জন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানমসহ প্রমুখ।
এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে সহিদ রাহমান বলেন, বিগত কয়েক বছর ধরেই আমি ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর কাহিনীচিত্র রচনা এবং নির্মাণ করছি। এতোদিন পর এসে সেই কাজ বিশিষ্টজনদের নজরেও এসেছে, তাইতো পুরস্কার দিয়েছেন। এরজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, চলচ্চিত্র, সংগীত, নাটক ও টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী এবং কলাকুশলীদের এই অ্যাওয়ার্ড প্রদান করে ট্রাব।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।