দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খবরটি ছোট্ট হলেও ইতিহাসের এক বিরল স্বাক্ষী হিসেবেই পরিগণিত সেই বহুল আলোচিত ব্যক্তিত্ব, বিশ্বের একনায়ক হিসেবে খ্যাত জার্মানির এডলফ হিটলারের শেষ দেহরক্ষী রোকাস মিস্ক মারা গেছেন।
শুক্রবার জার্মানে ৯৬ বছর বয়সে এ দেহরক্ষীর মৃত্যু হয় । এর মধ্য দিয়ে ইতিহাসের এক কালের সাক্ষীর যবনিকা ঘটলো। হিটলারের প্রতি ছিলো তার প্রবল শ্রদ্ধা ও আস্থা। রোকাস মিস্ক বলতেন, হিটলার খুবই সাধারণ মানুষের মতো ছিলেন। তার ভিতর কোন হিংস্রতা বা দানবীয়তা ছিল না।
উল্লেখ্য, বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানের রাজধানী বার্লিনে হিটলারের সাথে বাংকারে যে কয়জন দেহরক্ষী থাকতেন তার মধ্যে রোকাস মিস্ক ছিলেন অন্যতম। তিনি বাংকারে ফোনের মাধ্যমে যোগাযোগের বিষয়ে সহযোগিতা করতেন।
রোকাস মিস্ক সবসময়ই হিটলার ও যুদ্ধের স্মৃতিচারণ করতেন। হিটলারের প্রতি এই দেহরক্ষীর ছিলো অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। যা তার বর্ণনায় ফুটে উঠতো সব সময়। সূত্র: অনলাইন