দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর ব্যক্তিগত রেষারেষি যেনো কাটতেই চাইছে না। তারা একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলছেন যা ভক্তদের মোটেও ভালো লাগছে না।
গত ৯ মে শাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। শাকিব খানের এই বক্তব্য সম্পর্কে পরদিন ১০ মে বুবলী ফেসবুক পোস্টে জানিয়েছেন একেবারেই ভিন্ন কথা। তিনি বলেছেন, তাদের এখনো সম্পর্ক রয়েছে। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীরও ছুড়ে দেন তিনি।
এবার সেইসব নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন, বুবলী মিথ্যাচার করেছেন। শুধু তা-ই নয়, নানাজনের সঙ্গে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগও করেছেন শাকিব।
আপনি মুখে বলছেন বুবলী অধ্যায় শেষ, তবে বুবলী বলছেন আপনাদের এখনও সম্পর্ক রয়েছে? এমন এক প্রশ্নের জবাবে শাকিব বলেছেন যে, ‘আমি কিছুই বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক। কারণ হলো সে তো একজন শিক্ষিত মেয়ে। তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বোকামি কেও আশা করবে না।’
দুজনের সম্পর্কের অবনতি সম্পর্কে এই চিত্রনায়ক বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করে ফেলেছে। আমিও তাকে সত্যিই অন্ধ বিশ্বাস করেছিলাম। তবে শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসেই সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়লো। নানা জনের সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তুললো। যা মিডিয়াসহ সকলেই জানে। একইসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট ও ৫৬ লাখ টাকার গাড়ির মালিকও হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব?’
সাক্ষাৎকারের এক পর্যায়ে এই ঈদে একান্তে সময় কাটানোর বিষয়েও মুখ খোলেন শাকিব। জানিয়েছেন যে, সবটাই মিথ্যা ও বানানো গল্প। শাকিব বলেছেন, ‘দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদই ছিল। তারসঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসাতে থাকেনি। আমার বাসার কারও সঙ্গে তার কথাও হয়নি। আবার আগে পরিচয়ও ছিল না। সে বলা যায় জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে।’
সাকিব বলেন, ‘শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছিলো। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে এসেছিলো। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় আসে। যেখানে আমার সঙ্গে তার কোনো রকম সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে কেনো আসবে? ঈদের দিন বাসায় কেও এলে, তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করেও দেওয়া হয়েছিলো। তারপরও ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই মিলে বসে খেয়েছি।’
এভাবে শাকিব খান অনেক কথায় সংবাদ মাধ্যমকে বলেছেন। অর্থাৎ বুবলী সম্পর্কে অনেক কথার জবাব দিয়েছেন সংবাদ মাধ্যমকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা শবনম বুবলী। তারপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের মা হন তিনি। গত বছরের ৩০ সেপ্টেম্বর দু’জনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করা হয়। ওই সময় তারা জানান, তাদের ছেলের নাম রাখা হয়েছে ‘শেহজাদ খান বীর’। তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।