দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদুল আযহায় দর্শকরা দেখতে পারবেন কাজল আরেফিন অমির টেলিফিল্ম ‘ফিমেল ৩’। ‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’-এর সফলতার ধারাবাহিকতায় ‘ফিমেল ৩’ নির্মাণ করছেন জনপ্রিয় নাট্য পরিচালক কাজল আরেফিন অমি।
ব্যাটারি গলিতে আর আগের মতো কোনো গ্যাঞ্জাম নেই। এলাকায় ঘটে যাওয়া দুটো বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকলেই সিদ্ধান্ত নিয়েছেন ফিমেল (নারী) নিয়ে তারা আর কোনো ঝামেলাতে জড়াবেন না। বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতিম আকবর এবং কুত্তা মিজান। তবে ঝামেলা এখান থেকেই শুরু হয়।
এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করার জন্য, অপরদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে তাকে দেখিয়ে দিতে। তাদের দু’জনের প্রতিযোগিতার কারণেই ঘটক শিবলু বিপাকে পড়ে যায়। আর তখন ব্যাটারি গলিতে ঘটতে থাকে নানা রকম মজার মজার ঘটনা। এইরকম একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ফিমেল ৩’।
এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, শিমুল শর্মা, লামিমা লাম, আরফান মৃধা শিবলু সহ আরও অনেকেই।
আসছে ঈদুল আযহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে এই টেলিফিল্মটি মুক্তি পাবে। বর্তমানে ‘ফিমেল ৩’-এর শুটিং চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বঙ্গ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।