দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র একটি পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শেষ দল হয়ে সাফ ফুটবলের আসর থেকে বিদায় নিয়ে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। কোচ লোডভিক ডি ক্রুইফের তত্ত্বাবধানে প্রায় মাসখানেকের ক্যাম্প করেও দলের এমন হতাশার কারণ খুঁজতে বাদল রায়কে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কমিটির অন্য দুই সদস্য তাবিথ আউয়াল ও শামসুল হক চৌধুরী।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বললেন, “সাফে ছেলেরা কতটা ভালোমন্দ খেলেছে তা এখন ভেবে কাজ নেই। বড় কথা হচ্ছে, মাত্র দুই তিন মিনিটের ব্যবধানে আমাদের সাফ মিশন শেষ হয়ে গেছে। ভারতের কাছে শেষ মিনিটে গোল হজম করতে হয়েছে। পাকিস্তানের কাছেও একই অবস্থায়। শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলোয়াড়রা চেষ্টা করেনি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত ছিল। দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাফের ব্যর্থতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। কিন্তু আমি সেসব প্রশ্নের কোনো উত্তর দিইনি। জাতীয় দল কমিটি ও কোচের সঙ্গে আলাপ করেই সব জানাতে চেয়েছি।” মাত্র মিনিট দশেকের সংবাদ সম্মেলনে কাউকে কোনো প্রশ্ন করারই সুযোগ না দিয়ে সালাউদ্দিন আরও বলেন, “অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করতে চাই আমি। পরবর্তী সাফে এর থেকে দশ গুণ চেষ্টা করা হবে। ডাচ কোচদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আর আমাদের যে মিশন তার ফল এখনই পাওয়া যাবে না, তবে বলব সঠিক পথেই এগোচ্ছি আমরা।”
ভবিষ্যতের দল গড়ার অংশ হিসেবে আগামী মাস থেকেই বয়সভিত্তিক দলগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ অক্টোবর অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১২ দল দক্ষিণ কোরিয়া যাবে ফেস্টিভ্যাল টুর্নামেন্টে অংশ নিতে। আর অনূর্ধ্ব-১৬ দল কিরঘিস্তানে যাচ্ছে ২৫ অক্টোবর। পাশাপাশি এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব খেলতে অক্টোবরের গোড়ায় ইরাক যাবে যুবদল।
সালাউদ্দিন নিজের প্রতিজ্ঞার কথা উপস্থিত সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেন, “আমরা ২০২২ সালের বিশ্বকাপ খেলতে চাই। ওই লক্ষ্যে এখনো আছি ও থাকব। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। একটা জিনিস বুঝতে পেরেছি আমাদের আরও তরুণ খেলোয়াড় দরকার। তবে তরুণদের কাছ থেকে চটজলদি বড় কিছুর প্রত্যাশা এখনই নেউ। আমরা চাই তারা খেলুক, অভিজ্ঞতা অর্জন করুক। আন্তর্জাতিক ম্যাচ কেমন সেটা আগে বুঝুক। বুঝুক আমাদের প্রতিপক্ষ কেমন। আমরা একটা ওয়াদা করতে পারি যে এর চেয়ে আরও শক্তিশালী দল করব আগামী সাফ এবং অন্যান্য টুর্নামেন্টের জন্য।”