দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাইরোবির সেই শপিং মল এখনও জিম্মি করে রেখেছে জঙ্গিরা।
সংবাদ মাধ্যম জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে গতকালও তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, শনিবার শপিং মলে হামলা চালিয়ে ৬৮ জনকে হত্যাকারী জঙ্গিরা মার্কেটটির ভেতরে কোথাও লুকিয়ে রয়েছে। শপিং মলটি জঙ্গিমুক্ত করতে গতকাল সন্ধ্যায়ও অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে ওই গোলাগুলি। জঙ্গি হামলার ঘটনায় আরও কমপক্ষে ১৭৫ জন আহত হয়েছেন। সেনাবাহিনী অন্তত এক হাজার মানুষকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতদের মধ্যে রয়েছে মার্কিন, কানাডিয়ান, ব্রিটিশ, ফরাসি এবং ভারতীয় নাগরিকও ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জঙ্গিরা অতর্কিতভাবে ওই শপিং মলে হামলা চালায়। সে সময় জঙ্গিদের হামলায় ৬৮ জনকে হত্যা করে। এ সময় আরও বহু মানুষ আহত হয়। অতর্কিত হামলায় মানুষ দিক-বিদিক ছুটাছুটি করতে থাকেন।