দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার বাজারে আনতে চলেছে তাদের এআই পোট্রেইট মাস্টার ২০০ সিরিজের নতুন দুইটি ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’।
যারা প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অনার ২০০ সিরিজের এই ডিভাইসে থাকবে আইকনিক স্টুডিও হারকোর্ট ফিচার। স্মার্টফোন ব্যবহারকারীরা এর প্রিমিয়াম পোর্ট্রেট শ্যুটের অভিজ্ঞতার পাশাপাশি অসাধারণ ভিডিওগ্রাফি করেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
নতুন এই ফোন অনার ২০০ প্রো মডেলে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলিউশন যুক্ত কোয়াড-কার্ভ ওলেড প্যানেল থাকবে। যার রিফ্রেশ রেট হলো ১২০ হার্টজ। উন্নত সংস্করণের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট এই ডিভাইসটির পারফর্মেন্স করেছে অত্যন্ত শক্তিশালী। যারসঙ্গে ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড ও ১২ জিবি টার্বো) র্যাম ও ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকছে।
ফটোগ্রাফির জন্য এই অনার ২০০ প্রো স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি অমনিভিশন এইচ ৯০০০ সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকছে ৫০ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।
নতুন এই ডিভাইসটির ওজন হবে মাত্র ১৯৯ গ্রাম। তাছাড়াও এই স্মার্টফোনে থাকবে নতুন প্রযুক্তির সিলিকন-কার্বন ৫২০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সেইসঙ্গে থাকছে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও থাকছে ডুয়াল সিম সাপোর্ট এবং ৫জি কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮ দশমিক ০ এর সাহায্যে পরিচালিত হবে অনারের নতুন এই স্মার্টফোন। এছাড়াও প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ এবং সমৃদ্ধ করতে ডিজিটাল ও মাল্টিমিডিয়ার নানা ধরনের অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করতে স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ফটোগ্রাফি ফিচার স্টুডিও হারকোর্ট সংযোজন করা হয়েছে এই সেটটিতে।
নতুন এই অনার ২০০ সিরিজের অপর আরেকটি ডিভাইস অনার ২০০ স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। রয়েছে এলইডি ফুল এইচডি প্লাস স্ক্রিন। ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড ও ১২ জিবি টার্বো) র্যাম ও ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে।
সেইসঙ্গে আরও থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ৫২০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টসহ ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮ দশমিক ০ সাপোর্ট পাওয়া যাবে এই অনার ২০০ ফোনটিতে।
অনার ২০০ স্মার্টফোনে আরও থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। অনার ২০০ সিরিজ স্মার্টফোন ব্যবহারকারীদের চোখের কম্ফোর্টকে প্রাধান্য দিয়ে ডিসপ্লে ফিচার যেমন- ৩৮৪০ হার্জ রিস্ক-ফ্রি ডিমিং, টিইউভি রিনল্যান্ড সার্টিফিকেশন, ন্যাচারাল টোন ২ দশমিক ০ ও স্ক্রিনের তাপমাত্রা কম রাখার জন্য এআই নাইট ডিসপ্লে ফিচারগুলোও নিয়ে আসছে।
জানা গেছে, দুর্দান্ত পারফর্মেন্স, প্রিমিয়াম এআই পোর্ট্রেট ফটোগ্রাফি, সিলিকন-কার্বন ব্যাটারির অসাধারণ কম্বিনেশন সমৃদ্ধ অনার ২০০ সিরিজের নতুন এই দু’টি ডিভাইসের দাম কতো হবে তা অবশ্য জানানো হয়নি। প্রি-বুক অফার ও কবে বাজারে পাওয়া যাবে এবং বিস্তারিত তথ্য জানতে অনার বাংলাদেশ ফেসবুক পেজে (https://www.facebook.com/honormobilebd) চোখ রাখুন।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org