দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি কোর্স নিতে চান তাহলে মাইক্রোসফট অফিস শেখার জন্য অনলাইনে বেশ কিছু মানসম্পন্ন কোর্সও রয়েছে। এই কোর্সগুলোর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক এবং ওয়াননোটের মতো অ্যাপ্লিকেশন ব্যবহারের পদ্ধতিও শেখা যাবে। আজ উল্লেখযোগ্য কয়েকটি কোর্সের তথ্য দেওয়া হলো।

১০ মিনিট স্কুল (10 Minutes School)
কোর্সের নাম : মাইক্রোসফট অফিস ৩ ইন এক বান্ডেল (Microsoft Office 3 in 1 Bundle)
বিষয়বস্তু : এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের গুরুত্বপূর্ণ ফিচার এবং কার্যকারিতা শেখানো হয়ে থাকে।
কোর্স ফি : ওয়েবসাইটে কোনো উল্লেখ নেই।
বিশেষত্ব : পড়াশোনা কিংবা ক্যারিয়ারে দক্ষতা বৃদ্ধির জন্যই উপযুক্ত কোর্স।
ব্রাইটস্কিলস (BrightSkills)
কোর্সের নাম : এমএস অফিস সম্পূর্ণ কোর্স (MS Office Complete Course)
বিষয়বস্তু : এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেলের মৌলিক থেকে উন্নত বিষয়গুলো শেখানো হয়ে থাকে।
কোর্স ফি : ওয়েবসাইটে কোনো উল্লেখ নেই।
বিশেষত্ব : একাডেমিক ও পেশাগত জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য উপযুক্ত কোর্স।
রিক-লার্নিং প্রফেশনাল আইটি ইনস্টিটিউট (Rik-Learning Professional IT Institute)
কোর্সের নাম : মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস (Microsoft Office Applications)
বিষয়বস্তু : মাইক্রোসফট অফিসের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন- ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি শেখানো হয়ে থাকে।
কোর্স ফি : ওয়েবসাইটে কোনো উল্লেখ নেই।
বিশেষত্ব : লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হয় ও আজীবন সাপোর্টও প্রদান করা হয়।
আইটি একাডেমি ২৪ (IT Academy 24)
কোর্সের নাম : মাইক্রোসফট অফিস বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স।
বিষয়বস্তু : মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ও শেখানো হয়ে থাকে।
কোর্স ফি : ওয়েবসাইটে কোনো উল্লেখ নেই।
বিশেষত্ব : বেসিক হতে প্রফেশনাল লেভেলের কাজ শেখার জন্য উপযুক্ত একটি কোর্স।
তানভির একাডেমি (Tanvir Academy)
কোর্সের নাম : আলটিমেট এমএস অফিস জার্নি (Ultimate MS Office Journey)
বিষয়বস্তু : এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট হতে শুরু করে পাওয়ার বিআই শেখানো হয়ে থাকে।
কোর্স ফি : ওয়েবসাইটে কোনো উল্লেখ নেই।
বিশেষত্ব : বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্কিল অর্জনের জন্যও উপযুক্ত কোর্স।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org