দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর গত শুক্রবার (২৫ এপ্রিল) একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।

মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হচ্ছে- নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, ড্যালাস, আটল্যান্টা, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, লস অ্যাঞ্জেল, পিনিয়াপলিস, ওকলাহোমা সিটিসহ আরও বেশ কয়েকটি সিটিতে।
জানা গেছে, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য ৭ দিনব্যাপী ২১টি শো’য়ের বিশেষ আয়োজনও করা হয়েছে। অভিনেতা আফরান নিশোর ‘দাগি’ হলো দ্বিতীয় চলচ্চিত্র। সিনেমাটি পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস। যা ভিনদেশে প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।
বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, ইলিনয়, জর্জিয়া, কলেরাডো, ওকলাহোমা ও ফ্লোরিডাসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি শহরের প্রেক্ষাগৃহগুলোতে চলবে দাগী। ২৫ এপ্রিল মুক্তি পেয়ে সিনেমাটি আগামী ১৫র মে পর্যন্ত প্রদর্শিত হবে।
মর্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সকল সিনেমা প্রেমীদের ‘দাগি’ দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তায় এই চলচ্চিত্রটির অভিনেত্রী তমা মির্জা বলেন “আমরা চাইছিলাম যে শুধু আমরাই নয়, পুরো বিশ্বের বাঙালি দর্শকরা যেনো ‘দাগি’ দেখতে পান। এবার দাগি আসছে আমেরিকাতে। আপনাদের আশেপাশের যে সিনেমা হলগুলোতে দাগি চলছে, আপনি ও আপনার পরিবারের সবাই মিলে চলচ্চিত্রটি উপভোগ করুন।”
দাগি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই এবং ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস। আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফরান সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, মনোজসহ অনেকেই।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org