দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টানা ১৩ দিন বিরতির পর আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় আবার বসছে সংসদ অধিবেশন। এই অধিবেশনে পরবর্তী নির্বাচন নিয়ে শান্তিপূর্ণ কোন সমাধান পাওয়ার আশা করছে পুরো জাতি।
জানা গেছে, বিরোধী দলের এ অধিবেশনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও বসছে বিকালে। বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজকের অধিবেশেনে খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দেবেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেশ করবেন খালেদা জিয়া এমনটা জানা যায় দলীয় একটি সূত্র থেকে।
উল্লেখ্য, এর আগে ১৯তম এ অধিবেশনে ২ দফা বিরতি দেয়া হয়। সর্বশেষ ঈদের আগে ৯ অক্টোবর রাত ৯টা ৩২ মিনিটে স্পিকার সংসদ অধিবেশনের বিরতি ঘোষণা করেন। বর্তমান নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা বর্তমান সংসদের মেয়াদ। সে হিসেবে এটাই হবে মহাজোট সরকারের শেষ অধিবেশন।