দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল ২৫ অক্টোবর কর্মসূচি নিয়ে জনমনে এখনও আতঙ্ক কাটেনি। ১৮ দলীয় জোট তিন দিনের হরতাল আহ্বান করেছে। গতকাল দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ৬ জন নিহত হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিন যুবদল কর্মী মারা যান। এই ঘটনায় স্থানীয় বিএনপি উপজেলা সদরে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আজ। ঘটনার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াত, পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে ফরিদগঞ্জে অন্তত ৩ জন নিহত, পুলিশ, সাংবাদিকসহ প্রায় শতাধিক লোক আহত এবং অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। নিহতরা হলেন বারপাইকা গ্রামের যুবদল নেতা আরিফ (২৩), পাইকপাড়া ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর (৩২) এবং খেজুর তলা গ্রামের যুবদল নেতা শরীফ (২৫)। এদিকে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহতের প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
গতকাল নীলফামারীর জলঢাকায় পুলিশের গুলিতে স্থানীয় এক শিবির কর্মী মারা গেছে। উপজেলা সদরে জামায়াত, বিএনপি’র সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। গুলিবিদ্ধদের মধ্যে শিবির কর্মী মোসলেমউদ্দিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্থানীয় কাজিরহাট এলাকার বাসিন্দা।
এছাড়া সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত-বিএনপির মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, আওয়ামী লীগ সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতেই তার মৃত্যু হয়েছে।
এদিকে কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেন বিরোধী নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে বিজিবি-পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে দুই বিএনপি কর্মী ঘটনাস্থলেই নিহত হন। এসময় পুলিশ ও বিজিবি অন্তত ৫ শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করাসহ আরো কিছু দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অনেক জায়গায় ১৪৪ ধারা ভাঙ্গার চেষ্টা করে তারা। যশোর, রংপুরসহ অনেক স্থানে পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এ সময় ময়মনসিংহ, নেত্রকোনা, পটুয়াখালী, বান্দরবান, লক্ষ্মীপুরসহ অনেক স্থানে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও বিরোধী নেতাকর্মীসহ কয়েকশ’ ব্যক্তি আহত হন।