দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এর আগে অনেক রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বাজারে এসেছে। কিন্তু SwitchBlade তাদের থেকে আলাদা এবং এতে সংযুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি যা এটি উড়াতে ভিন্ন এক অনুভূতি দিবে।
SwitchBlade হচ্ছে প্রফেশনাল মাল্টি হেলিকপ্টার। এটি ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে প্রকৃত হেলিকপ্টারের ফ্লাইট প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এর ওজন মাত্র ১ কেজি ৮৫০ গ্রাম। এর সাইজ ৭৭৭ মিলিমিটার বা ৩০.৬ ইঞ্চি। SwitchBlade এ ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ৪৪০০mAh হাই পাওয়ার ৩এস ব্যাটারি। এতে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৫ এ সাইজ মোটর এবং পাখার সাইজ ১২ X ৪.৭ ইঞ্চি।
SwitchBlade kk2.0 ফ্লাইট কন্ট্রোলারের সাহায্যে উড্ডয়ন এবং অবতরণ করে এবং নিয়ন্ত্রিত হয়, ফলে খুব সহজেই একে আকাশে নিয়ন্ত্রণ করা সম্ভব। মজার বিষয় হচ্ছে, আপনি SwitchBlade কে চালাতে পারবেন দুটি আলাদা মুডে, Auto Level mode এবং Acrobatics mode। এছাড়া এতে রয়েছে ৬ চ্যানেলের ২.৪ গিগাহার্জের ট্রান্সমিটার যা এর উড়াল পরিচালনায় অসাধারণ অনুভূতি দিবে আপনাকে। এর বডি তৈরি করা হয়েছে ৬০৬০ গ্রডের অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে যা এর ওজন অনেকটাই কম রাখতে সাহায্য করেছে।
SwitchBlade সত্যি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার হিসেবে অসাধারণ এবং আপনার যদি এ ধরণের রিমোট কন্ট্রোল হেলিকপ্টার উড়ানোর ইচ্ছে থাকে, তবে এটি সংগ্রহ করতে পারেন। প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এই হেলিকাপ্টার যে সকল কাজে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে তা হচ্ছেঃ
- গবেষণা এবং শিক্ষা বিষয়ক কাজে
- সরকারী কাজে
- সাংবাদিক এবং চিত্রগ্রাহকদের কাজে
- ইঞ্জিনিয়ারিং এর জটিল কাজে
- প্রতিযোগিতা মূলক খেলার ক্ষেত্রে বিশেষ ছবি ধারণে
- খেলনা হিসেবে
SwitchBlade এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটিকে আকাশে খুব সহজে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে এবং খুব সহজে একে মাটিতে নামিয়ে আনতে পারে। সাধারণ মানুষের জন্যই এর বিশেষ ডিজাইন করা হয়েছে এবং কন্ট্রোলিং ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে।
চলুন নিচের ভিডিওতে দেখে নিই এটি কিভাবে উড়বেঃ
সূত্রঃ দি টেকজার্নাল