The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মহাকাশে ২০১৪ শীতকালীন অলিম্পিক মশাল নিয়ে স্পেস ওয়াক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ এতদিন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের মশাল পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরিয়ে মূল ভেন্যুতে নেয়া হলেও এবার এতে নতুন মাত্রা যোগ হয়েছে কারণ এবার অলেম্পিক মশাল নিয়ে যাওয়া হয়েছে মহাকাশে।


Screen_Shot_2013-11-09_at_12.03.00_PM_large_verge_medium_landscape

অলেম্পিক মশাল হচ্ছে বিশ্ব ক্রীড়া আসরের প্রধান আকর্ষণ তবে এটি রাশিয়া, মার্কিন এবং জাপানের মহাকাশচারীদের তত্ত্বাবধায়নে নিয়ে যাওয়া হয়েছে মহাকাশে এবং সেখানে স্পেস সাটলের বাইরে উম্মুক্ত মহাকাশে মশাল নিয়ে মহাকাশ ষ্টেশনের নিয়মিত সংস্কার কাজ করেছে এবং স্পেস ওয়াক করেছেন রাশিয়ার দুই জন নভোচারী। তবে এক্ষেত্রে নিরাপত্তার বিষয় মাথায় রেখে মশালটি অ-প্রজ্বলিত অবস্থায় মহাকাশে বহন করা হয়েছে। মশাল নিয়ে মহাকাশচারীরা প্রায় ৬ ঘন্টা মহাকাশে স্পেস ওয়াক করেন।

ছবিতে পৃথিবী থেকে মশাল নিয়ে যাওয়া ৩ মহাকাশচারী।
ছবিতে পৃথিবী থেকে মশাল নিয়ে যাওয়া ৩ মহাকাশচারী।

মশাল বহনকারী দুইজন নভোচারীর নাম হচ্ছে Oleg Kotov এবং Sergey Ryazanskiy তারা দুইজনই হচ্ছেন রাশিয়ার নাগরিক। অলিম্পিক মশাল নিয়ে মহাকাশ যানের বাইরে বেরিয়ে তারা নিয়মিত রুটিন কাজ করেন এসময় তাদের সাথে আরও তিনজন মহাকাশচারী ছিলেন। মশাল নিয়ে স্পেস ওয়াকের সম্পূর্ণ দৃশ্য Sergey Ryazanskiy এর মাথায় লাগানো ক্যামেরায় ধারন করা হয়।

কিছুদিনের মাঝেই ২০১৪ শীতকালীন অলিম্পিক গেমসের এই মশাল আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

এর আগে অবশ্য ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আটলান্টা সামার অলিম্পিকের সময় আরেকবার অলিম্পিক গেমসের মশাল মহাকাশে নেয়া হয়েছিল তবে সেবার মহাকাশ যানের বাইরে উম্মুক্ত মহাকাশে মশাল নিয়ে স্পেস ওয়াক করা হয়নি।

উল্লেখ্য এবারের ২০১৪ শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে রাশিয়াতে। ফেব্রুয়ারির সাত তারিখে রাশিয়ার সোচি স্টেডিয়ামে শুরু হয়ে চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্রঃ দিটেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali