দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান বলেছেন কাদের মোল্লা পাকিস্তানের মানুষ এবং অখণ্ডতার পুরোনো বন্ধু, ১৯৭১ সালের যুদ্ধে কাদের মোল্লা পাকিস্তানের পক্ষে ছিল বলে আজ বাংলাদেশ তাঁর মৃত্যু দণ্ড দিয়েছে যা অত্যন্ত দুঃখ জনক।
চৌধুরী নিসার আলি খান বলেন, আজ থেকে ৪২ বছর আগে পাকিস্তান নিজেদের অখন্ডতা রক্ষা করতে বাঙ্গালীদের সাথে যুদ্ধে জড়িয়ে যায় সেই সময়ে কাদের মোল্লা সহ বাংলাদেশের জামাতে ইসলামের সদস্যরা পাকিস্তানের হয়ে পাকিস্তানী বাহিনীকে সমর্থন দিয়েছিল, ফলে ৪২ বছর পর বাংলাদেশের সরকার তাদের বিচারের মুখোমুখী করেছে এবং বিচারের রায় কার্যকর করছে যা সত্যি দুঃখ জনক। এটা পরিষ্কার বিচারিক হত্যা।
চৌধুরী নিসার আলি খান কাদের মোল্লাকে পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে মিডিয়াতে তাঁর বিবৃতিতে বলেন, কাদের মোল্লার মৃত্যুতে পাকিস্তান এক বন্ধু হারালো, সমগ্র পাকিস্তানী জনগণ এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতো পুরোনো কোন ইস্যু নিয়ে বাংলাদেশে এখন বিচারের নামে যা হচ্ছে তা দুঃখ জনক। কাদের মোল্লা এবং জামাতের নেতারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে এবং ইসলামিক উম্মা এর ঐক্য ধরে রাখতে নিজেদের নিয়োজিত করেছিল যা কোন মতেই অপরাধ হতে পারেনা, আর তা ছাড়া এসব ঘটনা আজ থেকে ৪২ বছর আগের সেই পুরোনো বিষয়ে টেনে এনে বর্তমান বাংলাদেশ সরকার জামাত নেতাদের বিচার করছে যা দুঃখ জনক। তিনি আরও বলেন, কাদের মোল্লা এবং অন্যান্য অখন্ড পাকিস্তানের বন্ধু জামাতের নেতাদের বিচারের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের পুরোনো ঘা’য়ে আবার আঘাত করেছে। প্রত্যেক পাকিস্তানী জনগণ গত শুক্রবার কাদের মোল্লার মৃত্যুতে আন্তরিক ভাবে কষ্ট পেয়েছে।
উল্লেখ্য বিভিন্ন মিডিয়াতে কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার পরে অনেকেই বলছেন ১৯৭১ সালে মিরপুরে অপরাধ সংগঠনকারী কাদের মোল্লা এবং বিচারের আওতায় আনা জামাত নেতা কাদের মোল্লা এক ব্যক্তি নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খানের এই বিবৃতির পর পরিষ্কার হয়ে গেল কাদের মোল্লা এবং জামাতে ইসলামের অন্যান্য নেতারা যাদের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে তারা ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন এবং তাদের প্রত্যেককে পাকিস্তানের জনগণ এবং নেতারা এখনও আপন ও বন্ধু ভাবেন।
সূত্রঃ আপডেট
১৯৭১ সালে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাদের দায়ে দণ্ডিত কাদের মোল্লা ও জামাতে ইসলাম বাংলাদেশের নেতারা পাকিস্তানের জনগণের পুরোনো বন্ধু এবং তারা ১৯৭১ সালে পাকিস্তানের হয়েই যুদ্ধে হানাদার পাকিস্তানী বাহিনীকে সমর্থন দিয়েছে এই মর্মে দেয়া পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খানের বিবৃতি সে সকল পাকিস্তানী জাতীয় মিডিয়া প্রকাশ করেছেঃ
- দি ন্যাশনের শিরোনামঃ BD hanged Molla for Pakistan loyalty: Nisar
- দি ইন্টারন্যাশনাল নিউজের শিরোনামঃ Nisar expresses grief over execution of Abdul Quader
- সামা নিউজের শিরোনাম ছিলঃ Abdul Qadir Mulla’s execution is saddening act: Ch. Nisar
- দি পাকিস্তান অভজারভারের শিরোনাম ছিলঃ Protests against execution of Bangladesh JI leader
- দি এক্সপ্রেস ট্রাইবুনের শিরোনাম ছিলঃ Islamabad tempers response to Dhaka execution
- দি নিউজ ডট নমের শিরোনাম ছিলঃ Abdul Kader Mullah hanged for his loyalty to Pakistan in 1971: Nisar
- পাকিস্তানী টিভি SUCH tv এর সংবাদ শিরোনামে তারা জানায়ঃ Ch Nisar expresses grief over Bangladesh JI leader’s execution
- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান তাদের শিরোনামে বলেঃ Chaudhry Nisar grieves over execution of Abdul Qadir Mullah
বিদ্রঃ অসংখ্য সংবাদ সূত্র ব্যবহার করার কারণ, অনেকেই বাংলাদেশে চলমান যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারে অভিযুক্ত জামাতে ইসলামের নেতাদের নির্দোষ এবং তারা ঐ সময়ে ছোট কিংবা বয়স কম ছিল বলে দাবী করে থাকেন। এই ক্ষেত্রে পাক স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখে বলেছেন কাদের মোল্লা পাকিস্তানের বন্ধু ছিলেন এবং বর্তমানে বাংলাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সাথে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত জামাত নেতারা সেই সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন। এবং পাক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতি সে দেশের সকল মিডিয়া ফলাও করে প্রকাশ করেছে ফলে এই বিবৃতি মিথ্যা হতে পারেনা। দি ঢাকা টাইমস কখনো মিথ্যা খবর প্রকাশ করেনা এবং সকল খবরের ক্ষেত্রে প্রকৃত সূত্র ব্যবহার করে থাকে।