দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৬৭ বছর বয়স্ক এবং চাকরি থেকে অবসরে যাওয়া খামারি পিটার দীর্ঘদিন যাবত পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজটি উৎপাদনের চেষ্টা করে আসছিলেন। এবার তিনি সফল হলেন পৃথিবীর সবচেয়ে বড় ৮.১৯৫ কেজি ওজনের পেঁয়াজ আবাদ করে।
পিটার আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের Newark শহরের বাসিন্দা। চাকরি থেকে অবসরে যাওয়ার পর বাগান করা তাঁর এক মাত্র শখ। হরেক রকম সবজির আবাদ করেন তিনি। বেশ কিছু ব্যতিক্রমী সবজি আবাদ করে এরই মাঝে পিটার মিডিয়ার নজরে আসেন। তবে এবার তিনি তাঁর লক্ষ্য পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনের রেকর্ড ছুঁয়ে ফেললেন!
দীর্ঘ ২৫ বছর ধরে প্রতি মৌসুমে পিটার পেঁয়াজের আবাদ করে আসছিলেন। পিটার প্রতিবারই উচ্চফলনশীল পেঁয়াজ আবাদ করেন যার মাঝে বেশ কিছু অস্বাভাবিক সাইজের হয়ে যায় তবে পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজের রেকর্ড ভাংতে পারেনা। কিন্তু এবারের পেঁয়াজ সেই রেকর্ড ভেঙ্গে দিল।
পিটার বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদন আমার স্বপ্ন, আমি অবশেষে আমার স্বপ্ন পূরণ করেছি। এটা আমার জন্য একটি সম্মান।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৩০ বছর ধরে পেঁয়াজ আবাদ করে আসছি এবং আমার বাগানে হওয়া সবচেয়ে বড় পেঁয়াজ প্রতিযোগিতায় আনি কিন্তু প্রতিবার আমি লক্ষ্য ছুঁতে না পারলেও এবার আমি পেরেছি। আমার উৎপাদিত পেঁয়াজ পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজের তালিকায় নাম লিখিয়েছে। আমার বাবাও একজন শৌখিন কৃষক ছিলেন। আমি একজন কৃষক হিসেবে এই অর্জনে গর্বিত।”
পিটার কেবল পেঁয়াজ আবাদই করেন না, তাঁর বাগানে আরও অনেক সবজির আবাদ হয়। এসব সবজিও
দেখতে অনেক আলাদা এবং বিশাল আকারের।
সূত্রঃ দিডেইলিমেইল