দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশে প্রায় প্রতিদিনই নানা প্রান্তে দূর্ঘটনা ঘটে যায়। এসব ঘটনায় মর্মান্তিকভাবে আহত নিহত হয় অনেকে। আজ ভোর ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে প্রায় ৫ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। তবে এখন স্বাভাবিক হয়েছে। এই দূর্ঘটনায় সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত ৫০ জন আহত হয়েছে।
রেলওয়ে ও স্থানীয় লোকজন জানান, রাত ৪টার দিকে ফুলবাড়ী রেলস্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল ভুল করে একই লাইনে ঢুকে অপর ট্রেনটিকে মুখোমুখি ধাক্কা দেয়। ফলে দুই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় ও দুইটি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে বহু যাত্রী হতাহতের শিকার হয়েছে।
দূর্ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি এবং একতা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইন থেকে উল্টে পড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর ট্রেন দুটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। পশ্চিম রেলের প্রধান নির্বাহী হাসান মনসুর জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওসি জানান এসময় দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ ও পয়েন্টসম্যান ইউনুস পলাতক রয়েছেন।