দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তানের জন্য মা-বাবা অনেক কিছুই করেন। কিন্তু এমন মা-বাবাও রয়েছেন যারা নিজ সন্তানকে দূরে সরিয়ে দেন। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। জাদুকর ভেবে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলো এক মা-বাবা!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এক পাষন্ড মা-বাবা নিজেদের দুই বছরের সন্তানকে যাদুকর ভেবে রাস্তায় ফেলে দিয়েছে।
জানা যায়, প্রায় আট মাস আগে শিশুটির মধ্যে জাদুকরি ক্ষমতা রয়েছে দাবি করে পরিবারের সদস্যরা তাকে রাস্তায় ফেলে চলে যায়। পথচারীদের ফেলে যাওয়া খাবার খেয়েই শিশুটি এতোদিন কোনো রকমে বেঁচে ছিল। সম্প্রতি নাইজেরিয়ায় এই ঘটনা ঘটেছে।
সম্প্রতি আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটি দাতব্য সংস্থার নজরে আসে এই শিশুটি।
এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা লোভেন শিশুটিকে পানি পান করান এবং একটি কম্বলে মুড়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তশূন্যতায় ভোগা এই শিশুটির দেহে রক্ত দেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। লোভেন শিশুটির নাম দিয়েছেন হোপ।
অনলাইনে হোপের জন্য সাহায্যের আবেদন করার পর ইতিমধ্যে ১০ লাখ ডলার সাহায্য পাওয়া গেছে। এই অর্থ দিয়ে ওই শিশু হোপের চিকিৎসা ব্যয় মেটাবেন এবং সেইসঙ্গে নির্যাতিত শিশুদের জন্য একটি হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন লোভেন।
লোভেন নিজের ফেসবুক পেজে বলেছেন, ‘হাজার হাজার শিশুকে এখানে ডাইনি কিংবা জাদুকরের অপবাদ দেওয়া হয়ে থাকে।’