দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপলের স্পেশীপ আকৃতির হেডকোয়ার্টার নিয়ে কম মাতামাতি হচ্ছে না। সম্পূর্ণ সৌরশক্তি দিয়ে পরিচালিত এই হেডকোয়ার্টারের একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেছে অ্যাপল কতৃপক্ষ। আসুন ছবিতে ঘুরে আসি অ্যাপলের স্পেসশীপ হেডকোয়ার্টার থেকে।
নীচের ছবিতে দেখুন, প্রধান বিল্ডিংয়ের দেয়াল তৈরি করা হবে হালকা উজ্জ্বল রঙয়ের পাথর দিয়ে।
তিনটি লেভেল জুড়ে ক্যাফেটেরিয়া থাকবে, যার ভিত্তি থাকবে স্টীলের এবং মেঝে থেকে ছাদ পর্যন্ত থাকবে জানালা। এখানে খেলার জন্য টেবিল এবং বেঞ্চও থাকবে!
বাইরেও থাকছে খাবার দাবারের ব্যবস্থা। এখানে থাকবে দারূবৃক্ষ অথবা লালকাঠের তৈরি ফার্ণিচার
অফিসের কর্মকর্তাদের জন্য থাকবে আলাদা বাসে যাতায়াতের ব্যবস্থা। এবং বাসের জন্য অপেক্ষা করতে যেনো দাঁড়িয়ে থাকতে না হয় সে জন্য বসে থাকার ব্যবস্থা।
আছে ঝকঝকে সাদা রঙয়ের সিঁড়ি যা নীচতলা থেকে একবারে ওপরতলায় নিয়ে যাবে আপনাকে
ভূগর্ভস্থ সড়ক যা স্পেসশীপের অন্যতম আকর্ষণ
দর্শনার্থীদের জন্য আছে ভিজিটর সেন্টার এবং একটি অডিটোরিয়াম যা ৩৬০ ডিগ্রী কাঁচ দিয়ে ঘেরা
কর্মকর্তাদের জন্য সুস্থ থাকার জন্য রয়েছে ব্যায়ামাগার, এটিও সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা এবং এর ছাদ হবে কাঠের তৈরি
আরও কিছু ছবি দেখে নিন নীচের গ্যালারি থেকে
তথ্যসূত্রঃ TheTechJournal