দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিন্তা করে দেখুনতো, বাচ্চা নেয়ার আগে যদি আপনি একটি বাচ্চা পেয়ে তাকে কীভাবে সামলে রাখতে হয় তার একটা ট্রেনিং নিয়ে নিতে পারতেন তাহলে কেমন হতো? একটি বাচ্চার প্রতি কিরকম দায়িত্বশীল হতে হবে সেটা নিয়ে আগে থেকেই ধারণা থাকলে মন্দ হতো না। প্রযুক্তির কল্যাণে ছোট্ট একটি রোবোট শিশুর মাধ্যমে এখন সেটাই করতে পারবেন আপনি!
![রোবোশিশুর মাধ্যমে পিতা মাতার ট্রেনিং নিন! [ভিডিও] 1 realityworksrealcarebaby3-0](https://thedhakatimes.com/wp-content/uploads/2013/11/realityworksrealcarebaby3-0-600x399.jpg)
Realityworks নতুন এই প্রজেক্টটি বাজারে এনেছে। Mannequin নামের এই শিশু রোবোটটি সম্প্রতি টোকিওতে রোবোট উৎসবে দেখানো হয়েছে। এটিকে আসলে শুধু একটি ডিভাইস বললে ভুল হবে। উন্নত প্রযুক্তির অন্যতম বড় উদাহরণ এই রোবোট শিশু।
এটি বানানো হয়েছে যেসব দম্পতি নতুন বাচ্চা নেয়ার পরিকল্পনা করছেন তাদেরকে সহযোগীতা করার উদ্দেশ্যেই। এটি তাদের শিক্ষা দেবে একটি বাচ্চাকে কীভাবে সময় দিতে, তাঁর প্রতি কতোটা যত্নশীল হতে হয় কিংবা দায়িত্বের জায়গাগুলো কীভাবে পালন করতে হয়। বাচ্চার যত্ন নিতে হলে কী করতে হবে সেই বিষয়ে গাইড লাইনের জন্য কাউন্সিলরের ব্যবস্থাও থাকছে।
এটির ওজন অন্যান্য ছোটো বাচ্চাদের মতোই স্বাভাবিক। এতে রয়েছে অসংখ্যা সেন্সর যা তাদের মানবিক অনুভূতি দেয়। স্বাভাবিক বাচ্চাদের মতোই এরা যেকোনো সময় দিন কিংবা রাতে কেঁদে উঠতে পারে। এবং বাবা মা ছাড়া অবস্থায় দুই মিনিটের বেশী থাকলেই এটি কান্নাকাটি শুরু করবে।
এই রোবোশিশুটির সাথে যদি বাবা মা কোনো কারণে রাগী আচরণ করেন তাহলেও এটি অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো কেঁদে উঠবে। তখন একে আদর করে সামলাতে হবে। ফিডার খেতে চাইলেও ফিডারের বোতল ডিভাইস। একজন পরিপূর্ণ যত্নশীল এবং দায়িত্বশীল বাবা মা হতে সাহায্য করবে এই রোবোশিশু।
এই ট্রেনিংগুলোর সম্পূর্ণ ডাটাই ইন্টারনেটের মাধ্যমে কোম্পানীটির কাছে পৌঁছে যাবে, সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন আপনি বাবা কিংবা মা হিসেবে কেমন! Realityworks কোম্পানী আরও অফার করছে ড্রাগ এডিক্টেড বেবী কিংবা এলকোহোল সিন্ড্রোম বেবির সাথে কীভাবে ব্যবহার করতে হয় তাঁর ট্রেনিংও!
তবে এই প্রজেক্টটি আসলেই কতোটুকু উপকার হবে সেটিও একটি প্রশ্ন। কারণ ইন্টারনেটে এই রোবোশিশুকে কীভাবে সামলাতে হবে তার বিভিন্ন টিপস ট্রিক্স নিয়ে ভিডিও বের হয়ে গেছে!
নীচে দেখে নিন তেমনই একটি ভিডিও
তথ্যসূত্রঃ gizmag
![রোবোশিশুর মাধ্যমে পিতা মাতার ট্রেনিং নিন! [ভিডিও] 2 রোবোশিশুর মাধ্যমে পিতা মাতার ট্রেনিং নিন! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2013/11/realityworksrealcarebaby3-150x150.jpg)
![রোবোশিশুর মাধ্যমে পিতা মাতার ট্রেনিং নিন! [ভিডিও] 3 রোবোশিশুর মাধ্যমে পিতা মাতার ট্রেনিং নিন! [ভিডিও] 2](https://thedhakatimes.com/wp-content/uploads/2013/11/realityworksrealcarebaby3-8-150x150.jpg)