The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মিশর পরিস্থিতি ॥ তাহরির স্কয়ারে আবারও সেনাবিরোধী বিক্ষোভ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মিশরের রাজধানী কায়রোতে আবারও সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছে সেদেশের হাজার হাজার মানুষ।

Tahrir Square

গত সোমবার দিবাগত রাতে ঐতিহাসিক তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভটি শুরু হয় মিশরের স্থানীয় সময় বিকেল বেলা। সেনা ও পুলিশ সামরিক যান নিয়ে এ সময় তাহরির স্কয়ার ঘেরাও করে রাখে।

বিক্ষোভকারীরা ‘সিসি আমাদের প্রেসিডেন্ট হতে পারে না’ বলে শ্লোগান দেয়। তবে এ সময় পুলিশ ও সেনাবাহিনী কোন বিক্ষোভকারীদের কোন প্রকার বাধা দেয়নি। সাধারণত সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় পুলিশ ও সেনাবাহিনী তাতে বাধা দিয়ে থাকে- গত কয়েকমাস ধরেই তাই ঘটছে। তবে এবারের বিক্ষোভে কেনো সামরিক বাহিনী বাধা দেয়নি সে প্রশ্ন সকলের মধ্যেই।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সেদেশে গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। মুরসি সমর্থকদের দমাতে সেনাবাহিনী বহুবার গুলি চালিয়েছে। বহু মানুষ হতাহত হয়েছে সেসব ঘটনায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...