দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কদিন আগেই জার্মান কিংবদন্তী বেকেনবাওয়ার বলেছিলেন মেসি আসলে বায়ার্ন মিউনিখের জন্যই ফিট খেলোয়াড়! এরপর গুঞ্জন উঠেছিলো বায়ার্ন মিউনিখ ক্লাবের চেয়ারম্যান রুমেনিগে বুঝি মেসিকে কিনতে তোরজোর করবেন, কিন্তু রুমেনিগে নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
মেসিকে কেনার কোনো ইচ্ছের কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন রুমেনিগে এবং তিনি আরও বলেছেন বায়ার্ন মিউনিখের জন্য মেসি খুব বেশী দামী খেলোয়াড় হয়ে যায়, যা ক্লাবের সাধ্যের বাইরে!
কদিন আগেই গুজব রটেছিলো ক্ষতিপূরণবাবদ সবমিলিয়ে ২৫০ মিলিয়ন ইউরো খরচ করে হলেও বায়ার্ন মেসিকে কিনতে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে বেকেনবাওয়ার যখন গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে বলেন বুন্দেলিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন বায়ার্নের হয়ে খেলাটাই মেসির জন্য উপযুক্ত, তখন এ গুজব আরও জোরালো হয়।
গুজব বেশীদূর ছড়াবার আগেই রুমেনিগে এই বিষয়ে বায়ার্নের অবস্থান পরিষ্কার করলেন। তিনি বলেন, “মেসি? এখানে আসলে অর্থের অঙ্কটা অনেক বেশী এবং অযৌক্তিক! যেটা বায়ার্ন বহন করতে চায় না, বরং এই অর্থ দিয়ে তারা ক্লাবের উন্নয়নে ব্যয় করতে পারবে।”
“তারচেয়ে বড় কথা আমি বার্সার সভাপতি সান্দ্রে রসেলকে চিনি। বার্সেলোনা মেসিকে কখনওই বিক্রি করবে না। সে তাদের কাছে প্রায় ঈশ্বর সমতূল্য এবং তারা কখনওই মেইস্কে যেতে দিবে না। আর মেসি নিজেও বার্সা ছেড়ে কোথাও যেতে চায় না, আমি মনে করি সে খুব বেশী উপযুক্ত জায়গাতেই খেলছে।”
উল্লেখ্য, বার্সার সাথে মেসির চুক্তি ২০১৮ সালের জুন পর্যন্ত।
তথ্যসূত্রঃ Goal.com