দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বিশ্বব্যপি অনলাইন সংবাদ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন সিরিয়ান নাগরিক স্থানীয় চিড়িয়াখানার সিংহ হত্যা করে তার মাংস ভাগা ভাগি করে নিচ্ছে!
সিরিয়াতে চলছে গৃহযুদ্ধ, নিজ দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার এবং বিদ্রোহীদের মুখোমুখি যুদ্ধে অসঙ্খ মানুষ নিহত হচ্ছে একই সাথে ভেঙ্গে পড়েছে সে দেশের অর্থনীতি। সিরিয়ার সাধারণ মানুষ খাবার সংগ্রহ করতে মরিয়া, পরিবারের সদস্যরা কোন কোন ক্ষেত্রে এক দুই দিন না খেয়েই উপোষ কাটাচ্ছেন।
এই দুর্বিষহ অবস্থায় মুসলিম দেশ সিরিয়ার মানুষ ধর্মীয় হালাল হারাম বিষয়টি নিশ্চিত হলেই যেকোনো খাবার খেতে প্রস্তুত। স্থানীয় ধর্মগুরুরা এরই মাঝে জানিয়েছেন জীবন বাঁচাতে যেকোনো খাবার খাওয়া যাবে হোক সেটা ইদুর, বিড়াল কিংবা সিংহ, বাঘ!
উপরের যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদ মাধ্যম সমূহ প্রচার করছে তাতে দেখা যাচ্ছে একজন মানুষ একটি মৃত সিংহের মাথা ধরে আছেন এবং অন্য ৩ জন ঐ সিংহের শরীর থেকে মাংস কেটে নিচ্ছেন। কিছু সংবাদ মাধ্যম বলছে এই সিংহটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ Ghouta অঞ্চলের Al-Qarya al-Shama নামের চিড়িয়া খানার।
বিষয়টির সত্যতা যদিও নিশ্চিত করা যায়নি কিন্তু বর্তমান সিরিয়ার অবস্থা দেখে এবং বিবেচনা করলে এই প্রেক্ষাপট ভিন্ন কোন ঘটনা নয়! সিরিয়ার অবস্থা এতই বিপর্যস্ত সেখান কার মানুষ নিজেদের খাবার সংগ্রহের জন্য সিংহ কিংবা এজাতীয় প্রাণীর মাংস খেতেই পারেন। তাদের রয়েছে অর্থনীতিক সমস্যা রয়েছে খাদ্য সংকট। যুদ্ধ চলছে সরকার এবং বিদ্রোহীদের মাঝে এতে নির্বিচারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষ একই সাথে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তারা! গত সপ্তাহে suburbs অঞ্চলেই কেবল ১০০ মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় ১১,৪২০ জন শিশু যুদ্ধে আহত হয়ে কিংবা অনাহারে মারা গেছে।
সূত্রঃ দি ইন্ডিপেনডেন্ট
বিশেষ ধন্যবাদঃ দি টেলিগ্রাফ