দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু দন্ড পাওয়া আসামী জামাতের নেতা আব্দুল কাদেরের ফাঁসির রায় কার্যকর করা হবে আজ রাতেই।
জেল কর্তৃপক্ষ এরই মধ্যে জেল সুপার ফরমান আলী স্বাক্ষরিত ‘লাল চিঠি’ কাদের মোল্লার পরিবারের কাছে পৌঁছেছে দিয়েছেন। জানা গেছে তারা সবাই রাত ৮ টায় কাদের মোল্লার সাথে শেষ সাক্ষাতে যাচ্ছেন।
এছাড়া ১৯৭১ সালের মিরপুরের কসাই নামে পরিচিত কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে ৬ জন জল্লাদকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তারা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন। এসব জল্লাদের মাঝে প্রধান জল্লাদ হিসেবে কাজ করবেন বন্দী শাহজাহান ভূইয়া। শাহজাহান ভূইয়া খুনের আসামী সে ৬০ বছরের সাজা নিয়ে বর্তমানে জেল খাটছে, এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির সাজা কার্যকর করেছিলেন।
কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে ৬ জন জল্লাদ তৈরি করা হলেও এদের মাঝে ১ জন রিজার্ভে রেখে প্রধান জল্লাদ সহ বাকী ৪ জন ফাঁসির মঞ্চে অবস্থান করবেন এবং ফাঁসির সকল দায়িত্ব পালন করবেন।
এদিকে ফাঁসির মঞ্চ ও ফাঁসির রশি (ম্যানিলা রোপ)সহ আনুষাঙ্গিক সকল বিষয়ে পরীক্ষা-নিরীহ্মা সম্পূর্ন হয়েছে। একজন বিচারপতি এবং ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ বিষয় তদারকি সম্পূর্ণ করেছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা অবস্থাও তারা পর্যবেক্ষণ করে দেখেছেন।
সব কিছু ঠিক থাকলে আজ রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশের ইতিহাসের প্রথম কোন যুদ্ধ অপরাধীর সাজা কার্যকর হতে যাচ্ছে।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি শামসুল হক টুকু এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন আজ রাতেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে।
উল্লেখ্য ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশী বাহিনীর সহচর হিসেবে ঘটানো বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের দায়ে গঠিত আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো আসামীর মৃত্যু দণ্ডের রায় যা কার্যকর হতে যাচ্ছে।